বিনিয়োগ করলেই দুশ্চিন্তা শেষ! ১০০ বছর পর্যন্ত কভারেজ দেয় LIC-র এই প্ল্যান

LIC 100 Years Coverage Plan Know more

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের বেসরকারী বিমা কোম্পানিগুলির বাজারে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে সরকারি বিমা সংস্থা LIC। আসলে, নিরাপদ বিনিয়োগ এবং আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখেই দিনের পর দিন এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির চাহিদা বেড়েই চলেছে।

শেয়ার বাজার হোক কিংবা বেসরকারি বিমা সংস্থাগুলির নানান প্রলোভন, একাধিক টোপ সত্বেও লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে আজও ভরসা অটুট গ্রাহকদের। আর এই বিমা সংস্থার হাতেই এমন এক পলিসি রয়েছে যা গ্রাহকদের 100 বছর পর্যন্ত কভারেজ দেয়। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় সেটাই।

LIC-র এই প্ল্যানে 100 বছর পর্যন্ত কভারেজ পাওয়া যায়

ঝুঁকিহীন বিনিয়োগের জন্য ভারতীয় বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের ঠিকানা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। সেই সূত্রে বলি, এই সরকারি সংস্থাটি তাদের দীর্ঘ তালিকায় জীবন উমং পলিসি নামক এমন একটি প্ল্যান রেখেছে, যা 100 বছর ধরে গ্রাহকদের বিমা কভারেজ প্রদান করে। এটি মূলত একটি এনডাউমেন্ট পলিসি, যা গ্রাহকদের মেয়াদ শেষে মোটা রিটার্নও দিয়ে থাকে।

জীবন উমং পলিসি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের জীবন উমং পলিসিতে 90 দিন বয়স থেকে 55 বছর বয়স পর্যন্ত বিনিয়োগের মেয়াদ ঠিক করা যায়। পাশাপাশি এই পলিসি জীবন বিমা কভারেজ প্রদানের সাথেই বিমার মেয়াদ শেষ হয়ে গেলে নির্দিষ্ট পরিমাণ অর্থও গ্রাহকদের হাতে তুলে দেয়।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে রাজনৈতিক ভূমিকম্প, সরানো হল বিরোধী দলনেতাকে! কাড়া হল অনেকের আসন

সেই সাথে যদি বিনিয়োগকারী 100 বছরের আগে মারা যান তবে এই পলিসির মোট আমানত নমিনির হাতে তুলে দেবে LIC কর্তৃপক্ষ। বলা বাহুল্য, এই পলিসিতে 15 বছর, 20 বছর, 25 বছর এবং 30 বছরের মেয়াদে বিনিয়োগ করা যেতে পারে। এই প্ল্যানে বিনিয়োগের ক্ষেত্রে দাবিদার ন্যূনতম 2 লক্ষ টাকা নিশ্চিত রিটার্ন পাবেন।

জানিয়ে রাখা ভাল, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এই স্কিমে যদি কোনও 40 বছর বয়সী ব্যক্তি বিনিয়োগ করে থাকেন তবে তাঁকে 70 বছর পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে। এরপর 71 বছর বয়স থেকে তিনি 100 বছর পর্যন্ত প্রতি মাসে 3333 টাকা করে পেতে পারেন। বলে রাখি, একজন গ্রাহক চাইলে প্রতিমাসে 1302 টাকা করে এই পলিসিতে বিনিয়োগ করে 30 বছরের মেয়াদে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। না বললেই নয়, 100 বছরের মধ্যে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তবে জমা অর্থের সবটাই পাবেন নমিনি।

Leave a Comment