বিনিয়োগ করলেই মিলবে আজীবন পেনশন! দারুণ স্কিম LIC-র

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ভবিষ্যতকে সুরক্ষিত করতে চান? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, ভারতের জনপ্রিয় জীবন বীমা প্রকল্প এলআইসি এবার দারুণ এক সুযোগ নিয়ে এসেছে। তারা চালু করেছে স্মার্ট পেনশন প্ল্যান ২০২৫ (LIC Smart Pension Plan 2025), যে স্কিমে বিনিয়োগ করলে আজীবন পেনশন পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা বৃদ্ধ বয়সের সুরক্ষা নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প। তবে কী কী সুবিধা রয়েছে আর কীভাবেই বা এখানে বিনিয়োগ করবেন, কারা বিনিয়োগ করতে পারবেন তা বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

গ্যারান্টিযুক্ত রিটার্ন এবং আজীবন আয়ের বিকল্প

বলাবাহুল্য, এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান ২০২৫ বিনিয়োগকারীদের জন্য এখন সবথেকে বড় আকর্ষণ তা বলা চলে। এই স্কিমের আওতায় বিনিয়োগকারী যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পেনশন পেতে থাকবে। এমনকি বাজার পরিস্থিতি এই স্কিমের উপর কোনওরকম প্রভাব ফেলে না। স্থির রিটার্ন আয়ের মধ্যেই পড়ে এলআইসির এই স্কিমটি। কারণ, এই স্কিমের আওতায় স্থিতিশীল পেনশন পাওয়া যায় যা ভবিষ্যতের মূল্যস্ফীতির সঙ্গে আর্থিক চাপ দূর করে।

আরও পড়ুনঃ হাতে মাত্র ২ দিন, এই কাজ না করলে বন্ধ হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

উল্লেখ্য, এই পলিসির সবথেকে বড় সুবিধা হল এখানে বিনিয়োগকারী তার প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ করতে পারে। এমনকি যেকোনও ফ্রিকোয়েন্সি বেছে নিতে পারে বিনিয়োগের ক্ষেত্রে। সে মাসিক বলুন বা ত্রৈমাসিক বা অর্ধ বার্ষিক বা বার্ষিক, যেকোনও ভাবেই সে বিনিয়োগ করতে পারে। এর ফলে অবসরপ্রাপ্ত বয়স্কদের আর্থিক সমস্যা দূর হয় এবং বাজার পরিষদের সঙ্গে খাপ খাইয়ে চলা যায়। আর সবথেকে বড় ব্যাপার, এখানে একক প্রিমিয়ামের সুবিধা রয়েছে। আর এলআইসি সরকার সমর্থিত স্কিম হওয়াই ঝুঁকি নিয়ে কোনওরকম প্রশ্নই ওঠে না।

কেন বিনিয়োগ করবেন এখানে?

আসলে দিনের পর দিন মূল্যস্ফীতি সাধারণ মানুষের পকেটের উপর চাপ সৃষ্টি করছে। পাশাপাশি চিকিৎসার ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ছে। তাই ভবিষ্যতের সুরক্ষার জন্য এরকম কোনও স্কিমে বিনিয়োগ করা যেতেই পারে। এদিকে এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান ২০২৫ আজীবন আয়ের নিরাপত্তা এবং নিশ্চয়তা প্রদান করে। আর এলআইসির প্রতি গ্রাহকদের ভরসা এবং নির্ভরযোগ্যতা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তাই যারা এই স্কিমে বিনিয়োগ করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই বা স্থানীয় কোনও এলআইসি এজেন্টের কাছ থেকে অফলাইনের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন এবং আজীবন পেনশন সুবিধা পেতে পারেন।

Leave a Comment