বিপিনকে নির্দোষ প্রমাণ করছে একাধিক ভাইরাল ভিডিও! নিক্কি হত্যাকাণ্ডে নয়া মোড়

Nikki Murder

সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রেটার নয়ডাতে নিক্কির হত্যাকাণ্ডে (Nikki Murder) দেশজুড়ে সৃষ্টি হয়েছে চরম চাঞ্চল্য। মাত্র 28 বছর বয়সের এক তরুণীকে আগুনে পুড়িয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামী হত্যা করেছে। জানা যাচ্ছে, 36 লক্ষ টাকার যৌতুকের দাবি পূরণ করতে না পারাতেই এই হত্যাকাণ্ড। তবে সেই ঘটনার পর একের পর এক ভিডিও ফাঁস হচ্ছে, যা মামলাটিকে আরো জটিল করে তুলছে।

ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া একটি 59 সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, বিপিন ভাটি এবং তাঁর বাবা বাড়ির বাইরে সাদা একটি গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে। এমনকি দাবি করা হচ্ছে, ঘটনার সময় তাঁরা ঘরের ভেতরেই ছিল না। ফলে নিক্কিকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে।

এদিকে নিক্কির দিদি কাঞ্চনা আগে থেকেই একটি ভিডিও প্রকাশ্যে এনেছিলেন। যেখানে শ্বশুরবাড়ির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হয়েছিল। তবে এখন অভিযোগ করা হচ্ছে, সেই ভিডিওটি নাকি এডিট করা, যার ফলে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা প্রকাশ পাচ্ছে না।

ওদিকে অন্য একটি সূত্র জানাচ্ছে, মূল বিবাদ যৌতুককে কেন্দ্র করে নয়, বরং একটি বুটিক খোলার পরিকল্পনা নিয়েই শুরু হয়েছিল। হ্যাঁ, এর আগে নভেম্বর মাসে নিক্কি এবং বিপিনের মধ্যে ঝগড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। আর তখন পঞ্চায়েতে বসে বিষয়টিকে মেটানো হয়। অভিযোগ উঠছে, সেই পুরনো ভিডিও আবার নতুন করে ঘুরে বেড়াচ্ছে, যা বিভ্রান্তি ছড়াচ্ছে।

এদিকে নিক্কির ব্যক্তিগত জীবনও বেশ আলোচনার শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মার্সেডিজ চালানো থেকে শুরু করে দামি শপিং করা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। অনেকেই বলছে, যদি তাঁদের এতই আর্থিক সচ্ছলতা থাকে, তাহলে যৌতুক নিয়ে কেন চাপ সৃষ্টি করা হল?

বিপিনের পরিবারকে ফাঁসানো হচ্ছে?

তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। #VipinBhati, #MenToo, #Alimony ইত্যাদি হ্যাসট্যাগে অনেকেই লিখছে যে, বিপিনকে নাকি মিথ্যা অভিযোগকে ফাঁসানো হচ্ছে। কেউ কেউ বলছে, পুলিশের কাছেও নাকি এরকম প্রমাণ রয়েছে, যা সম্পূর্ণ সত্যকে সামনে আনতে পারে।

আরও পড়ুনঃ শান্তনু বনাম সুব্রত! বুকে আশা নিয়ে মতুয়া ঠাকুরবাড়ির দুই ভাইয়ের দ্বন্দ্বে ‘স্পিকটি নট’ বিজেপি

এই ঘটনায় একদিকে যেমন যৌতুক নির্যাতন এবং নিক্কির প্রতি হিংস্রতার অভিযোগ উঠেছে, ঠিক তেমনই অন্যদিকে একাধিক ভিডিও প্রমাণ হিসেবে উঠে আসছে, যা প্রশ্ন অন্যদিকে দাঁড় করাচ্ছে। ফলে তদন্ত হয়ে উঠছে আরো জটিল। এখন বর্তমানে পুলিশ সমস্ত ফুটেজ ও ভিডিও খতিয়ে দেখছে। আর সাধারণ মানুষ অপেক্ষা করছে নিক্কির মৃত্যুর পেছনে আসলে দোষী কে তা জানার জন্য।

Leave a Comment