সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার আমঝাড়া এলাকায় শুক্রবার সকালে এক ভয়াবহ ঘটনা ঘটল। দিনের আলোতে লোকজনের চোখের সামনেই এক নার্সিং পড়ুয়ার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে পেশায় এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) বিশ্বজিৎ খাঁ-এর বিরুদ্ধে। তবে নেপথ্যে কী কারণ রয়েছে?
বিয়ের প্রস্তাব প্রত্যাখখানের পরেই রাগ
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আহত তরুণীর নাম সুস্মিতা মন্ডল। তিনি নার্সিং-এর ছাত্রী আর বর্তমানে এক হাসপাতালেই কর্মরত। অভিযোগ উঠছে, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরেই তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু সুস্মিতা সেই প্রস্তাবে রাজি হতে চাননি। তাঁর এই প্রত্যাখ্যানই ক্ষোভ জমে ওঠে বিশ্বজিতের মনে।
সূত্রের খবর, শুক্রবার সকালে ভাইয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে সুস্মিতার পথ আটকেছিল বিশ্বজিৎ। এরপর কোমর থেকে ধারালো দা বের করে একের পর এক কোপ বসায় সুস্মিতার শরীরে। মাথা থেকে হাত, গলা এমনকি একাধিক স্থানে গভীর ক্ষত তৈরি হয়। তাঁর ভাই চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করেছে। আর হামলাকারী তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকাকে শেষ করার আপ্রাণ চেষ্টা সিভিক ভলান্টিয়ারের।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকাকে শেষ করার আপ্রাণ চেষ্টা সিভিক ভলান্টিয়ারের।
#Basanti #canningtown #BaruipurNews #diamondharbour #viralvideoシ
TOP Headlines | Breaking News | Trending On YouTube |
…
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী
বাসন্তী থানা
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার সন্তোষপুর
গার্ডেনরিচ
মেটিয়াবুরুজ
সায়নী ঘোষ
মহুয়া মৈত্র
বাসন্তী ভরতপুর
ক্যানিং পূর্ব বিধানসভা
তাড়দহ গ্রাম পঞ্চায়েত
উষপাড়া গ্রাম
অগ্নিমিত্রা পল
ডায়মন্ড হারবারের ফলতা
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা
ক্যানিং
কাকদ্বীপ
নামখানা
সাতগাছিয়া
বজবজ
সুন্দরবন
পাথরপ্রতিমা
সাগর
বাসন্তী
ক্যানিং ১
ক্যানিং ২
গোসাবা
হরিনারায়ণপুর
সাগরদ্বীপ
দেউলপোতা
কুলপি
কালীঘাট
বোড়াল
রাজপুর
মহিনগর
বারুইপুর
জয়নগর
মজিলপুর
ছত্রভোগ
সপ্তগ্রাম
ব্যারাকপুর সাংগঠনিক জেলা
বীজপুর থানা মোড়
‘কন্যা সুরক্ষা যাত্রা’
ব্যারাকপুর
কৌস্তভ বাগচী
প্রাক্তন সাংসদ অর্জুন সিং
হালিশহর পুরসভা
হিন্দু জাগরণ মঞ্চ
বিজেপি নেতা প্রিয়ঙ্গু পান্ডে
চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ
বীজপুর থানা
কাঁচরাপাড়ার গান্ধী মোড়
কাঁচরাপাড়া
নৈহাটী
উত্তর ২৪ পরগণা
ব্যারাকপুর অটো ইউনিয়ন
ব্যারাকপুর টোটো ইউনিয়ন
ব্যারাকপুর বিজেপি
ব্যারাকপুর স্টেশন
দিলীপ ঘোষ
মমতা ব্যানার্জী
ইছাপুর
শ্যামনগর
ভাটপাড়া
কাকিনাড়া
গারুলিয়া
খড়দহ
চিৎপুর
টিটাগড়
সোদপুর
কামারহাটি
বিধাননগর
বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী
বারাসাত
বারাসতের চাঁপাডালি
বারাসাতের টালিখোলা
বারাসত থানার পুলিশ
বারাসতের গোবিন্দ ব্যারাক এলাকা
অশোকনগর
বনগাঁ
হাবড়া
মছলন্দপুর
বাগদা
চাঁদপাড়া
গাইঘাটা
পেট্রাপোল
সোনাটিকারী
বাদুড়িয়া
বসিরহাট
ধান্যকুড়িয়া
হাসনাবাদ
টাকি
বারাসত সদর মহকুমা
ব্যারাকপুর ক্যান্টনমেন্ট
আমডাঙ্গা
অশোকনগর কল্যাণগড়
বড় বামনিয়া
দেগঙ্গা
গোবরডাঙ্গা
গুমা
হাবড়া
হৃদয়পুর
মধ্যমগ্রাম
মছলন্দপুর
দত্তপুকুর
Nabanna Abhijan
কলকাতা
পার্কস্ট্রিট
অভিষেক ব্যানার্জী
শমীক ভট্টাচার্য
পুড়শুড়া
হুগলি-চুঁচুড়া
হুগলি জেলা
চুঁচুড়ার বিধায়ক তৃণমূল বিধায়ক অসিত মজুমদার
রচনা ব্যানার্জী তৃণমূল সাংসদ
হুগলির ব্যান্ডেল
মগরাহাট
তারকেশ্বর
হুগলির বলাগড়
চন্দননগর কুঠিরমাঠ
শ্রীরামপুর
আরামবাগ
কামারপুকুর
হুগলি মাদ্রাসা
মহসিন কলেজ’
শ্রীরামপুর কলেজ
আরামবাগ মহকুমা
কোন্নগর
হুগলি জেলার রাজবলহাট
গরলগাছা
গুপ্তিপাড়া
ত্রিবেণী
জিরাট
হরিপাল
বেগমপুর
মগরা
বিধানসভা
নদিয়ার শান্তিপুর
শান্তিপুর থানা
নদিয়া জেলা
নদিয়ার ফুলিয়া
রাণাঘাট উত্তর পশ্চিম বিধানসভা
তেহট্ট
নাকাশিপাড়া
নদিয়ার চাকদহ
চাকদহ থানার কৌতূপপুর
জঙ্গলগ্রাম নতুন রাস্তা কৌতূপপুর
গয়েশপুর গ্রাম পঞ্চায়েত
টেংরিডাঙ্গা
জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ
নবদ্বীপ
নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা
রাণাঘাট মহকুমা
রাণাঘাট জংশন
ধানতলা
পানিখালি
দত্তপুলিয়া
বগুলা
হাঁসখালি
শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েত
কৃষ্ণনগর
কুষ্টিয়া
মেহেরপুর
চুয়াডাঙ্গা
কল্যাণী
গৌরাঙ্গপুর
পুরশুড়া
মমতা বন্দোপাধ্যায়
বাউড়িয়া
হাওড়া
হাওড়ার জগৎবল্লভপুর
উলুবেড়িয়া
বাঁকুড়া
বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা
কোতুলপুর
জঙ্গলমহল
সোনামুখী
ইন্দাস
শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড়
বিষ্ণুপুর মহকুমা
ইন্দপুর
ইন্দাস
ওন্দা
কোতুলপুর
খাতড়া
গঙ্গাজলঘাটি
ছাতনা
জয়পুর
তালডাংরা
পাত্রসায়ের
বড়জোড়া
বাঁকুড়া ১
বাঁকুড়া ২
বিষ্ণুপুর
মেজিয়া
রাইপুর
রাণীবাঁধ
শালতোড়া
সারেঙ্গা
সিমলাপাল
সোনামুখী
হিড়বাঁধ
বর্ধমান জেলা
পূর্ব বর্ধমান জেলা
পশ্চিম বর্ধমান জেলা
দুর্গাপুর
আসানসোল
কালনা
কাটোয়া
সিংহদ্বার
রাজবাটী
বর্ধমান সদর দক্ষিন
পশ্চিম বর্ধমানের গোপালপুর গ্রাম উত্তরপাড়া
কাঁকসা থানা
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গোপালপুর
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
অবৈধ রোহিঙ্গা
কলকাতা
একুশে জুলাই
অভিষেক বন্দ্যোপাধ্যায়
সল্টলেক
সুকান্ত মজুমদার
সজল ঘোষ
পুরুলিয়া জেলা
ঝালদা
বাঘমুন্ডি
বরাবাজার
আড়সা
বলরামপুর
বান্দোয়ান
রঘুনাথপুর
নিতুড়িয়া
সাঁতুড়ি
কাশীপুর
মুর্শিদাবাদ
বহরমপুর
ডোমকল
জঙ্গিপুর
কান্দি
বেলডাঙ্গা
ধুলিয়ান
বাঘিড়া
লালবাগ
সামশেরগঞ্জ
বেতবোনা
পূর্ব মেদিনীপুর
হলদিয়া শিল্পাঞ্চল
তমলুক
দিঘা
কাঁথি
নন্দীগ্রাম
মেদিনীপুর সদর শহর
খড়গপুর
ঘাটাল
বেলদা
চন্দ্রকোণা
গড়বেতা
দাঁতন
মোহনপুর
গোপীবল্লভপুর
নয়াগ্রাম
কেশিয়াড়ী
কেশপুর
নারায়ণগড়
সবং
দাসপুর
কলেজ স্ট্রিট
‘ভাষা-আন্দোলন’-এর পদযাত্রা বোলপুর
বোলপুর
বীরভূম জেলা
নলহাটি
মুরারই
সাঁইথিয়া
সিউড়ি সদর
রামপুরহাট
নানুর
লাভপুর
দুবরাজপুর
রাজনগর
মহম্মদবাজার
ময়ূরেশ্বর
হাঁসন
সাংসদ শতাব্দী রায়
পানাগড়—মোরগ্রাম সড়ক
বক্রেশ্বর
সল্টলেক
মালদা জেলার মানিকচক ব্লকের
ভূতনি দ্বীপের রিং বাঁধ ভেঙে গেলো
মালদা
ভূতনি
দক্ষিণ চণ্ডীপুর
উত্তর চণ্ডীপুর
হীরানন্দপুর
মালদার গাজোল
জেলাসদর ইংরেজ বাজার
মালদহ ও চাঁচল মহকুমা
বাংলাদেশের বগুড়া
গাজোল
হবিবপুর
বামনগোলা
মালদহের বৈষ্ণবনগর
রতুয়া
হরিশ্চন্দ্রপুর
মানিকচক
কালিয়াচক
শিবগঞ্জ
চাঁপাই নবাবগঞ্জ
নাচোল
ভোলাহাট
গোমস্তাপুর
দিলীপ ঘোষ
শুভেন্দু অধিকারী
সুকান্ত মজুমদার
জাফরাবাদ
বেতবোনা
ধুলিয়ান
kestopur
sakrail
কোচবিহার
দিনহাটা
শালমারা
বসিরহাটে
কালীঘাটের
দক্ষিণেশ্বর
উলুবেড়িয়া
শ্যামনগর
মুসলিম তোষণ,
তৃণমূল নেতাদের মুসলিম তোষণ,
কট্টরহিন্দু
হিন্দু রাষ্ট্র,
বাংলাদেশ
পশ্চিমবাংলায় হিন্দু নির্যাতন,
বাংলাদেশে হিন্দু নির্যাতন
হিন্দু নির্যাতন,
হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন,
বর্ধমান জেলা
পূর্ব বর্ধমান জেলা
পশ্চিম বর্ধমান জেলা
দুর্গাপুর
আসানসোল
কালনা
কাটোয়া
সিংহদ্বার
রাজবাটী
বর্ধমান সদর দক্ষিন
kolkata news
bangla khobor
18 bangla news update
facebook update news bangla
facebook update news today bangla
west bengal bjp mla
west bengal bjp protest
bjp west bengal cm candidate
bjp in west bengalPosted by খবর সীমাহীন on Friday, August 15, 2025
হাসপাতালেই জীবন মৃত্যুর লড়াই
প্রথমে গুরুতর অবস্থায় সুস্মিতাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গলায় ক্ষত সবথেকে গুরুতর। অন্যদিকে জানা গিয়েছে যে, ঘটনাস্থল থেকে পালিয়ে বিশ্বজিৎ নিজেও বিষ খেয়েছে। তাকেও ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ অনুপ্রবেশ রুখতে এবার ‘ভিশন ডেমোগ্রাফি মিশন’, কী এই অভিযান? জানালেন মোদী
আহত তরুণী বলেছেন, আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল ছক করেই। সেদিন ভাই না থাকলে আজ আমি বেঁচেই থাকতে পারতাম না। যে সেভিক ভলান্টিয়ার মানুষকে নিরাপত্তা দেয়, সেই এইভাবে খুনের চেষ্টা করছে। তাঁর পরিবার জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই বিশ্বজিৎ সুস্মিতাকে বিরক্ত করার চেষ্টা করছিল।
এই ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। স্থানীয়দের প্রশ্ন, যে ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রয়েছেন, সে কীভাবে দিনের আলোতে এভাবে খুন করতে পারে? বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। আর হামলাকারী এবং আহত নার্সিং ছাত্রী, দুজনেই বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।