বিয়ের নামে আসানসোলের একাধিক মেয়ে পাচার! CBI-র জালে দম্পতি, ফাঁস ভয়ঙ্কর তথ্য

asansol human trafficking

সহেলি মিত্র, কলকাতা: আসানসোলে (Asansol) বিরাট অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। মানব পাচারের একটি মামলায় আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপাড় এলাকার হাজি নগরে সিবিআই অভিযান চালিয়ে এক দম্পতিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। ঘটনাকে ঘিরে চারিদিকে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

মানব পাচার মামলায় বিরাট গ্রেফতারি CBI-এর

মঙ্গলবার সন্ধ্যায় সিবিআই টিমের অভিযান এবং ভারী সশস্ত্র সিআরপিএফ কর্মীরা আসানসোলের রেলপাড় এলাকায় পৌঁছালে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সম্প্রতি আসানসোল উত্তর থানায় শতাধিক স্থানীয় মানুষ জড়ো হয়ে অভিযোগ করে যে এই এলাকায় মানব পাচারকারী চক্র সক্রিয় রয়েছে এবং গত কয়েক বছরে অনেক মেয়ে নিখোঁজ হয়েছে। এরপরেই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই গ্রেফতারির সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

সূত্রের খবর, আসানসোলের রেলপাড়ের হাজি নগরের বাসিন্দা রানী খাতুন এবং মোহাম্মদ বিলাল দম্পতিকে সিবিআই গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সড়কপথে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। পরে তাদের আদালতে হাজির করা হয়, সংস্থাটি আরও তদন্তের জন্য তাদের হেফাজতের আবেদন করে।

তদন্ত শুরু সিবিআইয়ের

আসানসোলে অভিযানের নেতৃত্বে ছিলেন সিবিআইয়ের মুকেশ কুমার। সংস্থা সূত্রে খবর, এই দম্পতি মানব পাচারকারী চক্রের হয়ে কাজ করত, দরিদ্র মেয়েদের তথাকথিত ‘যোগ্য’ পুরুষদের সাথে বিয়ে দিত এবং তারপর তাদের অন্যান্য রাজ্যে বিক্রি করে দিত। এরকমই একটি ঘটনায়, আসানসোল উত্তরের রেলপাড়ের এক মেয়ের ২০২৪ সালে বর্ধমানে বিয়ে হয়। কয়েকদিন পর, তাকে অন্য একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। তার এই দুর্দশা সামলাতে না পেরে, অবশেষে সে সাহস সঞ্চয় করে পালিয়ে যায় এবং পূর্ব বর্ধমান জেলার রায়না থানায় পৌঁছায়, যেখানে সে একটি এফআইআর দায়ের করে।

আরও পড়ুনঃ গরুকে ধর্ষণের চেষ্টা! শিলিগুড়িতে পাকড়াও অভিযুক্ত

আশ্চর্যজনকভাবে, রায়না পুলিশ যথেষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এরপর ভুক্তভোগীকে কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য করা হয়, যা পরবর্তীতে ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে, সিবিআই আসানসোল উত্তরের হাজি নগর থেকে দম্পতিকে গ্রেফতার করে এবং এখন এই র‍্যাকেটের অন্যান্য সদস্যদের সনাক্ত করতে এবং এখন পর্যন্ত কতজন মেয়েকে বিক্রি করা হয়েছে তা জানার জন্য জোরকদমে কাজ করছে।

Leave a Comment