প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই ভোট প্রচারে প্রস্তুতিতে বেশ ব্যস্ততা দেখা গিয়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধীদল গুলির মধ্যে। আর এই রাজনৈতিক উত্তেজনার মাঝেই এবার প্রেমের জোয়ারে গা ভাসিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি (Koustav Bagchi Gets Married)। হিন্দু রীতিনীতি মেনে তিনি গতকাল অর্থাৎ বুধবার রাতে ছাতনা তলায় মালাবদল সেরে, সিঁদুরদান সুসম্পন্ন করলেন দীর্ঘদিনের প্রেমিকা প্রীতি করের সঙ্গে।
সাত পাকে বাঁধা পড়লেন কৌস্তভ বাগচী
গত বছর ডিসেম্বরে আইনি বিয়েটা সেরে রেখেছিলেন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তুভ বাগচি। এবার পালা সামাজিক বিয়ের, তাই চলতি বছরের নভেম্বরেই সর পাকে বাঁধা পড়লেন তিনি। ধুতি-পাঞ্জাবিতে বরের সাজে কৌস্তভ সম্পূর্ণ নিয়ম মেনে মালা বদল থেকে শুরু করে বিয়ের বাকি আচার-অনুষ্ঠান সবটাই এদিন পালন করলেন।
কৌস্তভ বাগচীর স্ত্রীকে চেনেন?
পাত্রী প্রীতি করের সঙ্গে সম্পর্ক দীর্ঘ দিনের। শোনা গিয়েছে প্রায় ১২ বছরের প্রেম তাঁদের। তাই দীর্ঘ দিনের প্রেম যে বাস্তবে রূপ নিল তাতেই বেশ খুশি দুজনেই। জানা গিয়েছে কৌস্তুভের স্ত্রী প্রীতি করও হাইকোর্টের একজন আইনজীবী। তবে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
বিয়ের জন্য কাজ থেকে ছুটি কৌস্তভের
সামাজিক বিয়ে নিয়ে যে কৌস্তুভ বাগচী বেশ উত্তেজিত ছিলেন সেটি তাঁর এক্সপ্রেশন দেখলেই বেশ বোঝা যাচ্ছে। তবে একদিকে আইনজীবী হিসেবে কাজ, অন্যদিকে দলের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে সেক্ষেত্রে বিয়ের জন্য সেই দায়িত্ব থেকে কি আপাতত ছুটি? সেই প্রশ্ন করতেই কৌস্তভ সরাসরি জানালেন, বিয়ের জন্য দলের কাছে ৫–৬ দিনের ছুটি নিয়েছেন তিনি। শীঘ্রই ফের রাজনীতির ময়দানে ফিরবেন বলেও জানান বিজেপি নেতা। এছাড়াও তিনি বলেন, ‘২০২৬ সালে বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে। তাই এখন আমোদ-প্রমোদের সময় খুব বেশি নেই। বিয়ে মিটলেই জোর কদমে দলের কাজে নামতে হবে।’
আরও পড়ুন: SSC-র সব মামলা এবার হাইকোর্টে! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বুধবার, খাঁটি বাঙালি সাজেই বিয়ের আসরে পাওয়া গেল বর-কনেকে। লাল বেনারসিতে টুকটুকে সুন্দর লাগছিল কৌস্তভ ঘরণীকে। মাথায় শোলার মুকুট, গা-ভর্তি সোনার গয়না ছিল। এদিন মালা বদলের সময় বর-কনের বিয়ের পিঁড়ি ওঠানোর পরই ঘটল অবাক কাণ্ড! জয় শ্রীরাম বলে স্লোগান দিতে শুরু করেন কৌস্তভ। বললেন-‘ভারত মাতা কি জয়’। নিমেষেই সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। প্রসঙ্গত, ২০২২ সালে যখন রাজ্য সরকারের বিরোধিতায় প্রতিবাদ দেখানোর জন্য মস্তক মুন্ডন করেছিলেন কৌস্তভ বাগচী। শপথ নিয়েছিলেন যে রাজ্যে যতদিন তৃণমূলের সরকার থাকবে ততদিন মাথায় চুল রাখবেন না। সেই সময় তখনও প্রীতি তাঁর পাশেই ছিলেন।