সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সমুদ্রের নীচে যুদ্ধ প্রযুক্তির দুনিয়ায় বিরাট পদক্ষেপ ভারতের। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) সফলভাবে ম্যান-পোর্টেবল অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল (DRDO Man-Portable Underwater Vehicles) পরীক্ষা সম্পন্ন করল। এর নাম দেওয়া হয়েছে MP-AUV। আর এটিই হতে চলেছে ভারতের নৌ সুরক্ষার এক নতুন অধ্যায়।
আসলে সমুদ্রের নীচে লুকিয়ে থাকা মাইন যে কোনও দেশের নৌ বাহিনীর জন্যই বিপজ্জনক। আর এই মাইন খুঁজে বের করা ও নিষ্ক্রিয় করা সবসময় ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। সেই জায়গাতেই এবার এই প্রযুক্তি আমূল বদলাবে। জানা যাচ্ছে, বিশাখাপত্তনমের NSTL বিজ্ঞানীরা দিনরাত এক করে পরিশ্রম করেই এই সিস্টেম তৈরি করেছে, যা মানুষের ঝুঁকি কমিয়ে সমুদ্রের তলায় মাইন খুঁজে বের করতে সাহায্য করবে।
কী কী রয়েছে এই প্রযুক্তির ভিতরে?
প্রথমত, এটি হালকা আর হাতে গ্রহণযোগ্য। কিন্তু প্রযুক্তিতে ভরপুর। কারণ, এতে রয়েছে একটি সাইড স্ক্যান সোনার, যা সমুদ্রের নীচের বিস্তৃত এলাকা স্ক্যান করে সন্দেহজনক জায়গাগুলিকে চিহ্নিত করবে। দ্বিতীয়ত রয়েছে আন্ডারওয়াটার ক্যামেরা, যা রিয়েল টাইমে ছবি পাঠাবে। আর সেই ছবি থেকে বোঝা যাবে যে, বস্তুটি আসলেই মাইন কিনা। তৃতীয়ত রয়েছে ডিপ লার্নিং–ভিত্তিক লক্ষ্য শনাক্তকরণ। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকেই মাইন জাতীয় বস্তুকে শনাক্ত করতে পারবে। ফলে অপারেটরের কাজ অনেকটাই কমে যাবে। চতুর্থত রয়েছে আন্ডারওয়াটার অ্যাকৌস্টিক কমিউনিকেশন। এর মাধ্যমে ডেটা পাঠানোর কাজ হবে।
A new generation of Man-portable Autonomous Underwater Vehicles (MP-AUVs) have been indigenously designed and developed by the NSTL in collaboration with other labs NPOL, RCI, HEMRL, and DYSL-AT for mine countermeasure missions. The system comprises multiple AUVs equipped with… pic.twitter.com/fyKovZjf60
— DRDO (@DRDO_India) November 15, 2025
সফল হয়েছে পরীক্ষা
বলাবাহুল্য, এই সিস্টেম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সোনার রেঞ্জ থেকে শুরু করে টার্গেট সনাক্তকরণ, আন্ডারওয়ারটার সংযোগ, সব জায়গাতেই MP-AUV তার খেল দেখিয়েছে। শুধুমাত্র তাই নয়, দেশের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানও অংশ নিয়েছে এতে। ফলে আগামী কয়েক মাসের মধ্যেই এটি সম্পূর্ণভাবে উৎপাদন শুরু হবে বলে আশা করা যাচ্ছে।.
আরও পড়ুনঃ বিজেপির থেকে ১৫ লক্ষ ভোট বেশি পেয়েও কেন ধোপে টেকেনি তেজস্বীর RJD! জানুন কারণ
এ বিষয়ে ডিআরডিও-র প্রধান ড. সমীর ভি. কমাট বলেছেন, MP-AUV ভারতের নৌ সুরক্ষার এক বিরাট বড় মাইলস্টোন। এটি দ্রুত প্রতিক্রিয়া, কম ঝুঁকি ও ছোট লজিস্টিক সেটাপে মাইন যুদ্ধ পরিচালনা করবে। ভবিষ্যতে যুদ্ধবিমান বা নেটওয়ার্কড আন্ডারওয়ার্ড সিস্টেম তৈরির পথে এটি বিরাট পদক্ষেপ হতে চলেছে।