বিক্রম ব্যানার্জী, কলকাতা: 18 বছরে প্রথমবারের মতো গত সিজনে IPL জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার সেই দলই পাকাপাকিভাবে বিক্রি হওয়ার পথে। একাধিক সূত্র মারফত খবর, বিরাট কোহলিদের দল বিক্রির প্রক্রিয়া পুরো দমে চলছে। শোনা গিয়েছে, RCB ফ্রাঞ্চাইজির মালিকানা পেতে চলেছে বিখ্যাত KGF ছবির নির্মাতা দক্ষিণী প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস (RCB New Owner)। যারা এর আগে কোনও দিনই খেলাধুলার জগতে বিনিয়োগ করেনি।
পুরো মালিকানা কিনবে না হোমবেল ফিল্মস
একাধিক রিপোর্ট অনুযায়ী, চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ কন্নড় প্রোডাকশন হাউজ হোমবেল ফিল্মস এর আগে KGF এর পাশাপাশি সালার, কান্তার মতো সব ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে দর্শকদের। যদিও সংস্থাটি বহু আগে থেকে বিরাট কোহলিদের ফ্রাইঞ্চাইজির সঙ্গে যুক্ত। জানা যায়, 2023 সাল থেকেই RCB ফ্রাঞ্চাইজির মার্কেটিং এবং প্রচারের দিকটা দেখাশোনা করতেও এই সংস্থা। 3 হাজার কোটির সংস্থার মালিক বিজয় কিংগাদুড় এবং চালুভে গৌড়া বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজির গোটা মালিকানা কিনছেন না। শোনা গিয়েছে, RCB র আংশিক মালিকানা যেতে পারে হোমবেল ফিল্মসের হাতে।
অবশ্যই পড়ুন: ওমানকে হারিয়ে সেমিতে ভারত, কিন্তু কাদের মুখমুখী হবে টিম ইন্ডিয়া? বুঝে নিন সহজ অঙ্ক
কেন বিক্রি হয়ে যাচ্ছে RCB?
2025 সিজনে দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ের অমৃত চেখে দেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও পরবর্তীতে সেই সাফল্যের উদযাপন করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনার মতো বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত হয়ে একেবারে চিড়ে চ্যাপ্টা অবস্থা হয়েছিল RCB ফ্রাঞ্চাইজির। আর এর পর থেকেই গুঞ্জন বাড়ে খুব শীঘ্রই RCB বিক্রি হয়ে যাচ্ছে। বেঙ্গালুরুর বর্তমান মালিক সংস্থা চাইছে মহিলা এবং পুরুষ উভয় দলই কোনও নতুন সংস্থার হাতের সঁপে দিতে। তাঁদের বক্তব্য, সংস্থার মোট লাভের মাত্র 8.3 শতাংশ আসে RCB ক্রিকেট দল থেকে। কাজেই RCB দলটি এই মুহূর্তে সংস্থার কাছে অপরিহার্য নয়। ফলত সেই কারণেই 200 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 17 হাজার কোটিতে দলটি বিক্রি করে দিতে চাইছে বর্তমান মালিক সংস্থা।