বিরাট কোহলির বেতনের ৪ গুণের বেশি, ভারতে আসতে মেসি কত টাকা নিয়েছে জানেন?

Messi India Tour Income more than Virat Kohli salary

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে এসে দেশের ফুটবল ভক্তদের মাতিয়ে গিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্রের সাথে দেখা করে বিশেষভাবে ছবি তোলার জন্য ছাড়পত্রের মূল্য ছিল 25 লক্ষ টাকা। এছাড়াও শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী স্টেডিয়ামে তাঁকে এক ঝলক দেখার জন্য গ্যালারি টিকিটের ন্যূনতম মূল্য ছিল সাড়ে চার হাজার টাকা। সেই অর্থ দিয়ে অবশ্য মেসিকে দেখার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল দর্শকদের। তা নিয়ে গঙ্গা দিয়ে জল কম গড়ায়নি।

জানলে চমকে যেতে হয়, কলকাতা সহ মোট চার শহর মিলিয়ে লিওকে দর্শনের টিকিট বিক্রি থেকে শুরু করে বিশেষভাবে ছবি তোলা, আলাদাভাবে মেসির সাথে দেখা করে অটোগ্রাফের ছাড়পত্রের জন্য উড়েছে কোটি কোটি টাকা। সেই সব মিলিয়ে যে অর্থ হাতে এসেছে তা নাকি মেসিকে ভারতে নিয়ে আসার খরচের মাত্র 30 শতাংশ। তাই প্রশ্ন থেকে যায় ভারতে আসতে কত নিয়েছেন মেসি? জানা গিয়েছে, মাত্র তিন দিনের সফরে লিও যে টাকা (Messi India Tour Income) নিয়েছেন তা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির বেতনের প্রায় 4 গুণেরও বেশি।

ভারতে আসতে কত টাকা নিয়েছেন মেসি?

যুবভারতী কাণ্ডে মেসিকে ভারতে নিয়ে আসার নেপথ্যে মূল কারিগর ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতারির পর তাঁকে একটানা জেরা করেন তদন্তকারীরা। সেখানেই পুলিশ অফিসারদের প্রশ্নের মুখে মেসির ভারত সফরের খরচ সহ লিও কত টাকা নিয়েছেন সে সবই বলে দেন শতদ্রু। পুলিশি তদন্তের মাঝে শতদ্রু একেবারে স্পষ্ট করে জানিয়েছিলেন, মেসিকে ভারতে আনতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে।

বঙ্গ ক্রীড়া উদ্যোক্তার কথায়, “ভারত সফরের জন্য লিওনেল মেসিকে 89 কোটি টাকা দেওয়া হয়েছিল। এদিকে কর বাবদ ভারত সরকারকে মেটানো হয়েছিল 11 কোটি টাকা। সব মিলিয়ে তাঁকে এদেশে আনতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে।” পুলিশি জেরায় শতদ্রু এও বলেন, মেসিকে ভারতে আনতে যে খরচ হয়েছে তার 30 শতাংশ উঠেছে টিকিট বিক্রি থেকে। এছাড়া 30 শতাংশ এসেছে স্পন্সরদের থেকে।

অবশ্যই পড়ুন: প্রকাশ্যে হুমায়ুন কবিরের ‘জনতা উন্নয়ন পার্টি’! ঘোষণা প্রার্থীর নাম, যোগ দিলেন কারা?

বিরাট কোহলির থেকে প্রায় 4 গুণেরও বেশি টাকা তিনদিনে কামিয়েছেন মেসি

ভারতীয় মহাতারকা বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে জন্মলগ্ন থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সাথে যুক্ত রয়েছেন। এই দলেই বর্তমানে পারিশ্রমিক বাবদ এক সিজনে 21 কোটি টাকা পান কোহলি। এদিকে মেসির তিন দিনের ভারত সফরের জন্য মোট খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকা। অর্থাৎ কোহলির বেতনের প্রায় 5 গুণ অর্থ খরচ হয়েছে শুধু মেসিকে ভারতে আনতে। তবে যদি খুঁটিয়ে হিসেব করা যায় সেক্ষেত্রে 89 কোটি অর্থাৎ বিরাট কোহলির বেতনের 4 গুনেরও বেশি অর্থ তিন দিনে রোজগার করেছেন মেসি।

Leave a Comment