বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় ওয়ানডেতেও (India Vs Australia) হার এড়াতে পারল না ভারত। নির্ধারিত ওভারের অনেক আগেই প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে ফেলল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার, ধাক্কা খেয়েই ম্যাচের শুরুটা করেছিল টিম ইন্ডিয়া। শেষটাও হল তেমনই। রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে অধিনায়ক করে আশায় বুক বেঁধেছিল ম্যানেজমেন্ট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতা হিসেবে কিছুই করতে পারলেন না গিল। পরপর বিরাটের শূন্য রানে আউট হওয়া, শুভমনের ব্যর্থতা এবং দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডাহা ফেল করে সিরিজ হাত ছাড়া হল ভারতের।
অস্ট্রেলিয়াকে মাত দিতে পারল না ভারত
সম্প্রতি এশিয়া কাপে অপ্রতিরোধ্য থেকে শিরোপা জিতে নিয়েছিল ভারতীয় টি-টোয়েন্টি দল। সেই দলের সহ অধিনায়ক ছিলেন গিল। তবে অস্ট্রেলিয়া সিরিজে তিনি ভারতের সেনাপতি। এবার সেই সেনাপতির নেতৃত্বেই অজিদের সামনে মুখ থুবড়ে পরল ভারত। বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার 265 রানের লক্ষ্য তাড়া করতে শুরুটা মোটামুটি হয়েছিল অস্ট্রেলিয়ার। এদিন মাত্র 11 রান করেই অর্শদীপ সিংয়ের হাতে উইকেট দিয়ে বসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
একইভাবে ভারতের বিরুদ্ধে 40 বল খেলে কিছুক্ষণ টিকে থাকলেও শেষ পর্যন্ত 28 রানে আউট হয়ে যান ট্র্যভিস হেড। যদিও এরপর ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার, ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাপট দেখিয়ে চার ছয়ে রানের ফুলঝুরি ছুটিয়ে ছিলেন ম্যাট শর্ট। আজ তাঁর ব্যাট থেকে 78 বলে 74 রানের বড়সড় ইনিংস উপহার পেয়েছে অস্ট্রেলিয়া। তাছাড়াও অজিতের হয়ে আরও একটি হাফ সেঞ্চুরির ইনিংস খেলে অপরাজিত থেকেছেন কুপার কনলি। তাঁর ব্যাট থেকে এসেছিল 61 রানের বড় ইনিংস।
অবশ্যই পড়ুন: পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলরের অনুগামীর দিকে
এছাড়াও ম্যাট এবং মিচেল ওয়েল যথাক্রমে 30 এবং 36 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। অস্ট্রেলিয়ার এই কয়জন ব্যাটসম্যান ছাড়া আর কেউই ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবার সে অর্থে রান পাননি। যদিও সেসবের মাঝেই একেবারে 8 উইকেট খোয়ালেও দ্বিতীয় ওয়ানডের শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। যার জেরে, প্রথম অধিনায়ক হিসেবে শুভমনের ব্যর্থতার মধ্যে দিয়েই এক ওয়ানডে বাকি থাকতেই সিরিজ জিতে নিল মার্শের দল।