বিলাসবহুল গাড়ি নিয়ে ছাগল চুরি! জনতার তাড়া খেয়ে উল্টে গেল বাহন, গ্রেফতার ৩

Raniganj

প্রীতি পোদ্দার, রানীগঞ্জ: ছাগল চুরি করতে গিয়ে মহা বিপত্তি! বিলাসবহুল গাড়ি নিয়ে এসে জনতার তাড়া খেয়ে হিমশিম খেতে হল চোরদের৷ ঘটনাটি ঘটেছে রানীগঞ্জে (Raniganj)। শেষ পর্যন্ত গাড়িতে করে ছাগল চুরি করে নিয়ে পালাতে গিয়ে দুটি মোটরসাইকেল এবং বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে উল্টে গেল ছাগল চুরি করে পালানো হন্ডা সিটি গাড়ি! অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ।

হন্ডা সিটি গাড়ি নিয়ে ছাগল চুরি

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে রানিগঞ্জের বক্তানগর এলাকায় ছাগল চুরি করতে গিয়ে ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসল তিন জন যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন কলকাতার দিক থেকে হন্ডা সিটি গাড়িটি করে তিন জন যুবক বক্তানগর এলাকায় আসে৷ এবং সুযোগ বুঝে গাড়ির ভিতরে বেশ কয়েকটি ছাগল গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে তারা৷ গাড়িটি রানিগঞ্জের দিকে যাচ্ছিল তখনই ছাগল চোরেদের ওই গাড়িটিকে ধাওয়া করেন স্থানীয়রা৷

গ্রেফতার ৩ ছাগল চোর

স্থানীয় জনতার তীব্র তাড়া খেয়ে পালানোর সময় গাড়িটি গতির নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা মারে৷ এবং পরে কয়েকজন পথচলতি মানুষকেও ধাক্কা মারে গাড়িটি৷ শুধু তাই নয়, গাড়িটা কিছুটা এগোতেই রাস্তা বন্ধ থাকায় শেষ পর্যন্ত রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়৷ তখনই গাড়িটিকে আটক করে দেয় স্থানীয়রা। এবং ভিতর থেকে তিন চোরকে বাইরে বের করে মারধর করার পাশাপাশি আটক করে রেখে দেয়। ধৃত তিন জনের নাম মহম্মদ শামিম, মহম্মদ মাহমুদ ও দিননাথ জয়সওয়াল, এরা সকলেই কলকাতার বাসিন্দা। এরপর রানীগঞ্জ থানার পুলিশকে খবর দিলে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় তাঁরা। উদ্ধার করা হয় ছাগল এবং ধৃতদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বর্ধমানে নারকীয় ঘটনা, রাত ৯টায় বাড়ি থেকে বেরোতেই কিশোরীকে গণধর্ষণ! গ্রেফতার ৬

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে রানীগঞ্জের কুমোরপাড়া এলাকায় ছাগল চুরির মত ঘটনা বেড়েই চলেছে। বারংবার এই ঘটনা নিয়ে বেশ উদ্বেগের মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। একাধিকবার প্রশাসনের কাছে এই সমস্যার সমাধানের জন্য অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো উপায়ে চোরদের ধরা যাচ্ছিল না, শেষে গতকাল তিনি যুবককে গ্রেফতার করায় তাদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

Leave a Comment