বিশেষ উৎসবের দিন মেক্সিকোর সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হল ২৩ শিশুর

Fire Blast In Mexico Supermarket 23 died

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী থাকলো মেক্সিকো। জানা যাচ্ছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের হার্মোসিলো শহরের একটি সুপার মার্কেটে হাড় কাঁপানো বিস্ফোরণের ঘটনাটি ঘটে (Fire Blast In Mexico Supermarket)। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত 23 জনের। বলা বাহুল্য, নিহতদের মধ্যে প্রত্যেকেই শিশু। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে 11 জন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, শহরটির একটি ডিসকাউন্ট স্টোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

কীভাবে ঘটলো এই ভয়াবহ বিস্ফোরণ?

জানা গিয়েছে, গত শনিবার ডে অফ দ্য ডেড উৎসবের দিন, প্রয়াত প্রিয়জনদের স্মরণ করতে ঘটা করে আয়োজন করেছিলেন তাদের পরিবারের সদস্যরা। ঠিক তখনই হার্মোসিলো শহরের ওই সুপারমার্কেটটিতে আচমকা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তদন্তকারীদের অনুমান, ডিসকাউন্ট স্টোরে হওয়া কোনও শর্ট সার্কিট থেকেই আগুনটি লেগেছে।

স্থানীয় সূত্রে খবর, স্থানীয় ওই দোকানটিতে আচমকা বিস্ফোরণের ঘটনাটি ঘটলে আগুন ক্রমশ তার পরিধি বাড়াতে থাকে। একটা সময় গিয়ে সুপার মার্কেটের একটা অংশ দাউদাউ করে জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ওই পরিস্থিতিতে দম বন্ধ হয়েও মৃত্যু হয়েছে অনেকেরই। এদিকে, আদৌ শর্ট সার্কিট নাকি নাশকতার ছক থেকেই আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণ করতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সেই সাথে নিহত এবং আহতদের উদ্ধার করতে ময়দানে নামে উদ্ধারকারী দল।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসা দুরাজো। এদিকে, মেক্সিকোর একাধিক সংবাদমাধ্যম দাবি করছে, ফরেনসিক মেডিকেল সার্ভিসের তথ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে কালো ধোঁয়ায় শ্বাসরোধ থেকে।

অবশ্যই পড়ুন: তৃতীয়বার মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত, প্রথম দু’বার স্বপ্ন ভেঙেছে এই দুই দল

উল্লেখ্য, সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেক্সিকোর প্রেসিডেন্ট লিখেছেন, ‘বিস্ফোরণের ঘটনায় এত মৃত্যু দেখে আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।’

Leave a Comment