বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগেই বড় সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। আগামী অক্টোবরে অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সেই মহারণ শুরুর আগেই ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকে বসিয়ে দিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (Pat Cummins Ruled Out)। রিপোর্ট অনুযায়ী, একটি জটিল কারণে তাঁকে আপাতত বিশ্রামে রাখা হচ্ছে।
কী কারণে কামিন্সকে ভারতের বিরুদ্ধে নামাবে না অস্ট্রেলিয়া?
ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সের পিঠের নিচের অংশে চোট রয়েছে। মূলত সেই কারণেই, ভারতের বিরুদ্ধে আসন্ন অক্টোবরের ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম দাবি করছে, ভারতের বিরুদ্ধে সিরিজের পরই নভেম্বরে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। আর এই আসরেই নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বস্ব দিয়ে লড়াই করতে চায় অস্ট্রেলিয়া। বলা বাহুল্য, সেই সিরিজে অধিনায়ক কামিন্সের থাকাটা জরুরী। সে কারণেই ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
অবশ্যই পড়ুন: প্রথমার্ধে চমক দেখালেও দ্বিতীয়ার্ধে গেল না রোখা! কাফা কাপে ভারতকে পরাস্ত করল ইরান
কামিন্স না থাকলে কতটা সমস্যা হবে অস্ট্রেলিয়ার?
ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে প্যাট কামিন্সের বিকল্প রয়েছে। তাই চোট নিয়ে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে প্যাটকে খেলাতে চাইছে না অস্ট্রেলিয়ার বোর্ড কর্তারা। বদলে অ্যাশেজ সিরিজে কামিন্সের থাকাটা জরুরী দলের জন্য।
আসলে অস্ট্রেলিয়ার কাছে লাল বলের ক্রিকেটে সে অর্থে কামিন্সের বিকল্প নেই। অজিদের টেস্ট দল মূলত কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডদের উপর পুরোপুরি নির্ভরশীল। তাই আর যাই হোক ইংল্যান্ডের বিরুদ্ধে কামিন্স ছাড়া চলবে না অস্ট্রেলিয়ার।