বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, সপাটে জবাব দিল BCCI!

2026 Men’s T20 World BCCI reacts on BCB decisions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বিদায় দেওয়ার পরই মুখোশ ছেড়ে বেরিয়ে এসেছে বাংলাদেশ। ওপার বাংলা থেকে হুমকি আসছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। এ নিয়ে, একপ্রকার হুমকি দিয়েই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে (2026 Men’s T20 World Cup) নিজেদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। সেটা হলে আগামী দিনেও যে বাংলাদেশের সাথে পাকিস্তানের মতোই সম্পর্কের হাল হবে ভারতের সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও এ নিয়ে খুব একটা চিন্তিত নয় BCCI।

ভারতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ

দীর্ঘ বিতর্কের মুখে শেষ পর্যন্ত BCCI সিদ্ধান্ত নেয় মুস্তাফিজুরকে IPL এ না রাখার। বোর্ডের তরফে সিদ্ধান্ত পেতেই তড়িঘড়ি ওপার বাংলার ক্রিকেটারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তাতেই একেবারে রাগে অগ্নিশর্মা পদ্মা পাড়ের ক্রিকেটপ্রেমীরা। রেগে লাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো শক্তিশালী এবং ধনী ক্রিকেট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো দূর, বরং টিকিটিও ছুঁয়ে দেখার ক্ষমতা নেই BCB র। তাই নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ।

অবশ্যই পড়ুন: হতে পারে সপ্তম বেতন কমিশন ঘোষণা! পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বড় আপডেট

এ নিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, “বাংলাদেশের একজন ক্রিকেটার যেখানে চুক্তিবদ্ধ হওয়া সত্বেও ভারতের লিগে খেলতে পারছে না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়াটাকে নিরাপদ মনে করতে পারে কী করে!” এক কথায়, খেলোয়াড়দের নিরাপত্তাকে ইস্যু বানিয়ে পাকিস্তানের মতো শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বারস্থ হতে পারে তারা।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, বাংলাদেশ চাইলেই বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়ে যাবে না। ওই সূত্র স্পষ্ট জানিয়েছে, কারও ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে বিশ্বকাপের সূচি বদল সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, বিপক্ষ দলগুলির বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল সমস্ত বুক হয়ে গিয়েছে। এদিকে বিশ্বকাপ আর মাত্র একটা মাস পর। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তন করা যাবে না। শুধু তাই নয়, শ্রীলঙ্কায় নতুন করে ম্যাচ আয়োজন করতে হলে সম্প্রচারেরও একটা সমস্যা রয়েছে। সবদিক মাথায় রেখেই বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হচ্ছে না এটা এক প্রকার নিশ্চিত।

অবশ্যই পড়ুন: ভারতে T20 বিশ্বকাপ বয়কট থেকে IPL ব্যান! বড় সিদ্ধান্তের পথে বাংলাদেশ

উল্লেখ্য, KKR মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কারণে ওপার বাংলা থেকে উঠে আসছে নানান খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ ওপারের অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে। দুই প্রতিবেশীর সম্পর্ক এখন যে পর্যায়ে দাঁড়িয়ে তাতে আগামী দিনে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ হবে কিনা সেটাও কোটি টাকার প্রশ্ন।

Leave a Comment