বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত ছাড়া গতি নেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের আবেদন কার্যত খারিজ করে বুঝিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC On Bangladesh)। ICC র তরফে একেবারে স্পষ্ট জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। অন্যথায় কঠিন শাস্তির মুখে পড়বে তারা। বলাই বাহুল্য, এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি নাকোচ করে দিয়েছিল BCCI। এবার সেই পথই ধরল জয় শাহের সংস্থাও।
ভারতে খেলতে না এলে কঠিন শাস্তির মুখে পড়বে বাংলাদেশ!
ভারতে বিশ্বকাপ খেলতে আসবো না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে গত রবিবার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই চিঠিতে মুস্তাফিজুর রহমান কাণ্ডের গোটা বিষয়ে বর্ণনা করার পাশাপাশি ওপার বাংলার ক্রিকেটারদের নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার কথা জানিয়েছিল BCB। শুধু তাই নয়, ভারতে বিশ্বকাপের ম্যাচগুলি যাতে অন্য দেশে বলা ভাল, শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয়, সেই আবেদন রেখেছিল ওপার বাংলার বোর্ড।
অবশ্যই পড়ুন: কষ্ট কমল যাত্রীদের! হাওড়া থেকে এই ট্রেনে AC কোচ চালু করল পূর্ব রেল
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ ম্যাচের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। ক্রিকেটারদের বিমানের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং সমস্ত কাজ এক প্রকার শেষের দিকে। বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এই পর্যায়ে ম্যাচের ভেন্যু অন্য দেশে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া শ্রীলঙ্কায় সম্প্রচারের সমস্যা রয়েছে। এবার সেই সুর শোনা গেল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গলাতেও।
ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছিল ICC র। ওই বৈঠকেই বিশ্ব ক্রিকেট সংস্থা খুব পরিষ্কারভাবে জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে তা মানা হবে না। বিশ্বকাপ খেলতে হলে তাদের ভারতেই আসতে হবে। তবে যদি শেষ পর্যন্ত তারা এই নির্দেশ অমান্য করে অর্থাৎ ভারতে খেলতে না আসে সেক্ষেত্রে তাদের রেটিং পয়েন্ট কাটা যাবে। এক কথায় বাংলাদেশের বিপক্ষকে ওয়াকওভার দিয়ে দেওয়া হবে। যদিও এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি ওপারের বোর্ড।
অবশ্যই পড়ুন: শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ৬ লাখ টাকা, দুর্ধর্ষ স্কিম পোস্ট অফিসের
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বাংলাদেশের কাছে এই মুহূর্তে দুটো রাস্তা খোলা। প্রথমটি হল, বিশ্বকাপ খেলতে তাদের ভারতে আসতেই হবে। অন্যথা, তাদের পয়েন্ট কেটে প্রতিপক্ষকে ওয়াক ওভার দিয়ে দেওয়া হবে। এছাড়াও যে বিকল্প রাস্তায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হাঁটতে পারে তা হল, বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অন্য কোনও দলকে ডেকে নেবে তারা।