বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে আর একটা দিন। আগামী 14 নভেম্বর থেকে লাল বলের ক্রিকেটে ফিরছে ভারত। ইডেনের মাঠে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বিশ্বজয়ী দল দক্ষিণ আফ্রিকা। সেই মতোই, জোর কদমে প্রস্তুতি সারছেন গৌতম গম্ভীরের ছেলেরা। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, প্রতিপক্ষ যেহেতু শক্তিশালী, তাই প্রথম আসরেই (India Vs South Africa Test) তাদের মাত দিতে কঠিন একাদশ নিয়ে নামছে শুভমন গিলের দল। কিন্তু কারা থাকবেন ভারতের প্রথম একাদশে?
ফিরবেন পন্থ?
শেষবারের মতো দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট চলাকালীন ব্যাট করতে নেমে পরপর তিনবার আঘাত পেয়েছিলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সৈনিক ঋষভ পন্থ। যার কারণে মাঠেই ব্যথায় কাতরাতে শুরু করেন তিনি। শেষ পর্যন্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঠ ছাড়েন পন্থ। এই মুহূর্তে ভারতীয় তারকার শারীরিক অবস্থা কেমন সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে বেশ কয়েকটি সূত্র বলছে, চোট খুব একটা গুরুতর নয় পন্থের। তবে কিছুটা যন্ত্রণা রয়েছে। কিন্তু সেসব কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে নামতে পারবেন তিনি, এমনটাই আশা ম্যানেজমেন্টের।
পন্থ খেললেও প্রথম একাদশে থাকতে পারেন ধ্রুব জুরেল
বিগত দিনগুলিতে ঋষভ পন্থ যতবার চোট পেয়েছেন, ততবারই ভারতের উদ্ধারকারীর ভূমিকায় দাঁড়িয়েছিলেন তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠেও ভারতীয় দলকে সঙ্গ দিয়েছিলেন তিনি। তবে মাঝে শোনা গিয়েছিল, পন্থ ফিরে আসায় হয়তো বিশ্রামে রাখা হতে পারে তাকে! কিন্তু এবার শোনা যাচ্ছে, যন্ত্রণা কাটিয়ে ঋষভ ইডেন টেস্টে খেললেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে প্রথম একাদশে থাকবেন ধ্রুব জুরেল।
ওপেনিং করতে পারেন এই দুজন, মিডল অর্ডারে কারা?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের শুভারম্ভ অর্থাৎ ওপেনিংয়ের দায়িত্বে থাকতে পারে যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুলের উপর। যদিও বেশ কয়েকটি সূত্র বলছে, ওপেনার হিসেবে ভাবা হতে পারে শুভমন গিলকেও। অন্যথায় তিনি তৃতীয় অথবা চতুর্থ নম্বরে খেলবেন। এছাড়া আগামী শুক্রবার ভারতীয় দলের মিডিল অর্ডার সামলাতে পারেন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলরা।
বোলিং বিভাগে কারা?
ক্রিক টুডের এক প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগে ধস নামাতে ইডেন টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হতে পারে কুলদীপ যাদবের। এছাড়াও তালিকায় থাকবেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজও। তাছাড়াও অলরাউন্ডার হিসেবে অক্ষর, জাদেজা ওয়াশিংটনরা তো রয়েছেনই।
অবশ্যই পড়ুন: ‘KKR ছাড়া সবাই …’ ভারত-সাউথ আফ্রিকা ম্যাচের আগে এ কী বললেন ইডেনের কিউরেটর!
ইডেন টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, শুভমন গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (উইকেট রক্ষক এবং সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকাকে বধ করতে এই একাদশই হতে পারেন ভারতের ব্রহ্মাস্ত্র!