বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের হয়ে বিশ্বকাপ জিতে এসেছেন বাংলার মেয়ে রিচা ঘোষ। টিম ইন্ডিয়ায় যে পজিশনটায় তিনি খেলেন, সেই ভূমিকা যথেষ্ট কঠিন। কিছুদিন আগেই এমন কথা একেবারে সর্বসমক্ষে জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবার সেই রিচাকেই WPL 2026 এর জন্য ধরে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Richa Ghosh In RCB)। কিন্তু কত কোটিতে রিচার সাথে চুক্তি বাড়াল RCB?
RCB তে কত কোটিতে থাকছেন রিচা?
বিশ্বকাপের মঞ্চে তার ঝোড়ো ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন সকলে। ব্যাট হাতে বঙ্গকন্যার পাহাড় প্রমাণ ছক্কা দেখে, তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেট মহলের সকলেই। সেই মেয়েকে কি আর হাতছাড়া করা যায়! তাই তড়িঘড়ি উইমেন্স প্রিমিয়ার লিগের আগে দাপুটে ব্যাটারকে রিটেইন করিয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু কত টাকায়? জানা গিয়েছে, বিগ-হিটিংকিপার ব্যাটারকে একেবারে 2 কোটি 75 লাখ টাকা দিয়ে ধরে রেখেছে RCB।
বলাই বাহুল্য, গত সিজনে বেঙ্গালুরুর হয়ে 26 ম্যাচে অংশ নিয়ে 625 রান করেছিলেন শিলিগুড়ি রিচা ঘোষ। তাঁর স্ট্রাইক রেটে ছিল 150.96। ফলে আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগে তিনি যে বেঙ্গালুরুর হয়ে বড় ভূমিকায় দাঁড়াতে পারেন তা বলাই যায়। সকলেরই জানা, গত সিজনে রিচা ঘোষের ব্যাটিংয়ের হাত ধরেই গুজরাতকে 6 উইকেটে গুঁড়িয়ে দিয়েছিল RCB। সে ম্যাচে 64 রানের দাপুটে ইনিংস খেলেছিলেন বাংলার মেয়ে। 4টি ছয় এবং 7টি চারে নিজের ইনিংস একেবারে সাজিয়ে নিয়েছিলেন তিনি। তাই রিচার উপরেই ফের ভরসা রেখেছে লাল ব্রিগেড।
অবশ্যই পড়ুন: সুপার কাপের সেমিফাইনালের আগেই অনুশীলনে ফিরলেন ইস্টবেঙ্গলের তুরুপের তাস
উল্লেখ্য, আসন্ন WPL এর আগে রিচার পাশাপাশি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য স্মৃতি মান্ধানাকেও ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একই সাথে RCB র রিটেইন তালিকায় থাকছেন এলিসা পেরি এবং শ্রেয়াঙ্কা পাতিলও। বলে রাখি, রিচার দাম 3 কোটি না ছুঁলেও ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মান্ধানাকে 3.5 কোটি টাকায় ধরে রাখছে RCB।