বিশ্বজয় করেও বঞ্চিত! দৃষ্টিহীন ক্রিকেটারদের ম্যাচ ফি মাত্র ৩,০০০ টাকা, স্বীকৃতি দেয়নি BCCI-ও

BCCI did not recognize know about Indian Blind Cricket Team match fee and all

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, কলম্বোর মাটিতে দাঁড়িয়ে দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষ নেপালকে 7 উইকেটে গুঁড়িয়ে দিয়ে বিশ্বজয় করেছে ভারত (Indian Blind Cricket Team)। যাঁদের দৃষ্টিতে গোটা জগত অন্ধকার, তাঁরাই দেশের দৃষ্টিহীন ক্রিকেটারদের আশার আলো দেখিয়েছে। তবে জানলে অবাক হতে হয়, যে দেশে ক্রিকেটকে পুজো করা হয়, যে দেশের বাসিন্দারা ক্রিকেট অন্তপ্রাণ! সেই দেশেই ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেটারদের ম্যাচ ফি মাত্র 3,000 টাকা।

বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড BCCI যেখানে শুভমন গিলদের একটি টেস্ট ম্যাচের জন্য 15 লক্ষ টাকা, ওয়ানডে ম্যাচের জন্য 6 লক্ষ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচ প্রতি 3 লক্ষ টাকা দিয়ে থাকে, সেই বোর্ড নাকি আজ পর্যন্ত দৃষ্টিহীন মহিলা এবং পুরুষ উভয় দলকে স্বীকৃতিই দেয়নি। শুধু তাই নয়, BCCI এর তরফে নূন্যতম আর্থিক সাহায্যও পাননা দেশের দৃষ্টিহীন ক্রিকেটাররা।

দৃষ্টিহীন ক্রিকেটারদের যাবতীয় খরচ খরচা চালায় CABI

রবিবার, আন্তর্জাতিক মঞ্চে নেপালকে হারিয়ে ভারতের নামের পাশে নতুন বিশ্বজয়ী তকমা জুড়ে দিয়েছে দেশের দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররা। কিন্তু এই লড়াকু তথা বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দেরই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, ভারতীয় ক্রিকেট বোর্ড। আশ্চর্যের বিষয়, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্বে BCCI যেখানে মহিলা এবং পুরুষ উভয় দলের দৃষ্টিহীন ক্রিকেটারদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে, সেই পর্বে পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এমনকি বাংলাদেশের মতো ক্রিকেট বোর্ডও দেশের দৃষ্টিহীন ক্রিকেটারদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

সেক্ষেত্রে প্রশ্ন থাকে, ভারতীয় ক্রিকেট বোর্ড যেহেতু স্বীকৃতি দেয়নি তাহলে দেশের দৃষ্টিহীন ক্রিকেটারদের খেলাধুলার যাবতীয় খরচ খরচা কে চালায়? সে ক্ষেত্রে বলি, BCCI এর তরফে কোনও রকম সাহায্য না পাওয়ায় দেশের দৃষ্টিহীন মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের ভ্রমণের খরচ, টুর্নামেন্টের খরচ, খাওয়া-দাওয়া থেকে পোশাক-আশাক, প্রশিক্ষণ, ক্রিকেটের বিভিন্ন সরঞ্জাম, কিট সহ সবকিছুর খরচ বহন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া। এছাড়াও কিছু বেসরকারি সংস্থা দৃষ্টিহীন ক্রিকেট দলগুলিকে স্পনসর করে থাকে।

বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে কত অর্থ পেলেন চ্যাম্পিয়নরা?

সাধারণত, ভারতীয় মহিলা এবং পুরুষ উভয় ক্রিকেট দলের প্লেয়াররা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সহ অন্যান্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে যে পরিমাণ অর্থ পেয়ে থাকেন, তার থেকে কয়েকশো বলা ভাল হাজার গুণ কম অর্থ পুরস্কার হিসেবে পেয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররা। প্রথমবারের মতো দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার মূল্য বাবদ 1 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে ভারতের মেয়েদের হাতে। আর এই অর্থ দিয়েছে বেসরকারি সংস্থা চিন্টেলস গ্রুপ।

অবশ্যই পড়ুন: দক্ষ ওপেনার খুঁজছে KKR, নজরে এই ৪ পরিচিত মুখ! চমক দিতে পারে শাহরুখের দল

প্রসঙ্গত, দৃষ্টিহীন হয়েও যারা জয়ের স্বাদ এনে দিয়েছেন, ভারতকে নতুন আলো দেখিয়েছেন, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের কাছে তারাই প্রথমে উপেক্ষিত। এ নিয়ে অবশ্য বিগত দিনগুলিতে বহুবার সোচ্চার হয়েছেন গুণী ব্যক্তিরা। তাঁদের বেশিরভাগেরই দাবি, ক্রিকেটে সবাই সমান পরিশ্রম করে। তাই দৃষ্টিহীন মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের ম্যাচ ফির দিকে নজর দিক BCCI।

Leave a Comment