সৌভিক মুখার্জী, কলকাতা: ইউপিআই এর মুকুটে এবার নয়া পালক! আইএমএফ দ্বারা বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট ইন্টারফেস হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউপিআই (IMF on UPI)। সবথেকে বড় ব্যাপার, গোটা বিশ্বজুড়ে 49% লেনদেন এখন ইউপিআই এর মাধ্যমেই হয়ে থাকে। হ্যাঁ, বর্তমানে আর্থিক লেনদেনের জন্য কোটি কোটি মানুষ এই পেমেন্ট সিস্টেমের উপর নির্ভরশীল। সেই কারণেই এবার ‘প্রাইম টাইম ফর রিয়েল টাইম 2024’ এর এসিআই ওয়ার্ল্ডওয়াইড রিপোর্ট ইউপিআই বিরাট স্বীকৃতি পেল।
হ্যাঁ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ 2025 সালের জুন মাসে প্রকাশিত গ্রোয়িং রিটেইল ডিজিটাল পেমেন্ট শীর্ষ প্রতিবেদনে লেনদেনের দিক থেকে ইউপিআই-কেই বিশ্বের বৃহত্তম রিটেইল ফাস্ট পেমেন্ট সিস্টেম হিসেবে স্বীকৃতি দিল।
রিপোর্ট কী বলছে?
ভারত সরকার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এনপিসিআই ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করে তোলার জন্য ইউপিআই ব্যবহার করার ক্ষেত্রে জোর দিচ্ছে। এর মধ্যে BHIM ইউপিআই লেনদেন প্রচারের জন্য প্রণোদনা মূলক প্রকল্প এবং ডিজিটাল অবকাঠামোগত উন্নয়ন তো রয়েছেই। রিপোর্ট বলছে, 31 অক্টোবর 2025 পর্যন্ত টায়ার-3 থেকে ছয়টি কেন্দ্রে প্রায় 5.45 কোটি ডিজিটাল টাচ পয়েন্ট সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 2024-25 অর্থবছর পর্যন্ত প্রায় 6.5 কোটি ব্যবসায়ীকে 56.86 কোটি কিউআর দেওয়া হয়েছে ইউপিআই ব্যবহার করার জন্য।
আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে বিদ্যুতের খোঁজ! বিরাট সাফল্য চন্দ্রযান-৩ এর, অবাক বিজ্ঞানীরা
কোন দেশের কতটা আধিপত্য ডিজিটাল পেমেন্টে?
পরিসংখ্যান বলছে, ডিজিটাল পেমেন্ট অর্থাৎ ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে ভারতের অবস্থান শীর্ষে। কারণ, দেশের 49% লেনদেন ইউপিআই এর মাধ্যমেই হয়ে থাকে। তবে অন্যান্য দেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহারের রিপোর্ট নিম্নরূপ—
- ভারতের ইউপিআই এর মাধ্যমে লেনদেনের পরিমাণ 129.3 বিলিয়ন মার্কিন ডলার, এবং শতাংশের বিচারে তা 49%।
- ব্রাজিলের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেনের পরিমাণ 37.4 বিলিয়ন মার্কিন ডলার, এবং শতাংশের বিচারে তা 14%।
- থাইল্যান্ডের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেনের পরিমাণ 20.4 বিলিয়ন মার্কিন ডলার, এবং শতাংশের বিচারে তা 8%।
- চিনের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেনের পরিমাণ 17.2 বিলিয়ন মার্কিন ডলার, এবং শতাংশের বিচারে তা 6%।
- দক্ষিণ কোরিয়ার ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেনের পরিমাণ 9.1 বিলিয়ন মার্কিন ডলার, এবং শতাংশের বিচারে তা 3%।
- অন্যান্য দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেনের পরিমাণ 52.8 বিলিয়ন মার্কিন ডলার, এবং শতাংশের বিচারে তা 20%।