প্রীতি পোদ্দার, কলকাতা: মনের ভাব প্রকাশ করার জন্য বিশ্বজুড়ে মোট ৭ হাজারেরও বেশি ভাষা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল এই সকল ভাষারই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যা বাকি ভাষার তুলনায় আলাদা। কিন্তু সকলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য এত ভাষায় কথা বলেন না। ব্যবসা, রাজনীতি এবং যোগাযোগের জন্য বেশি ব্যবহৃত হয় বেশ কয়েকটি নির্দিষ্ট ভাষা। চলুন একনজরে দেখে নেওয়া যাক বিশ্বে প্রথম ১০ ভাষার তালিকায় (10 Most Spoken Language)।
প্রকাশিত হয়েছে বিশেষ ১০ ভাষার তালিকা
সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, বিশ্বের প্রায় ৮৮ শতাংশ লোক সব থেকে বেশি কথা বলেন মূলত ১০টি ভাষায়। নিজের ভাষা ছাড়াও দ্বিতীয় ভাষা হিসেবেও সেগুলিকে ব্যবহার করেন কয়েক লাখ মানুষ। সেই কারণে বিশ্বের শীর্ষ ১০টি সর্বাধিক প্রচলিত ভাষার একটি তালিকা প্রস্তুত করেছেন তাঁরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলা ভাষা এই তালিকায় কোথায় রয়েছে।
তৃতীয়তে হিন্দি!
সম্প্রতি প্রকাশিত হয়েছে চলতি বছরের প্রথম দশটি সর্বাধিক প্রচলিত ভাষার তালিকা। তালিকায় জানা গিয়েছে ইংরাজিতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলেন। প্রায় দেড়শো কোটি মানুষের মাতৃভাষা হল ইংরাজি। অন্যদিকে দ্বিতীয় স্থান অর্জন করেছে চিনা ভাষা ম্যান্ডারিন চাইনিজ। প্রায় ১১০ কোটি মানুষের কাছে জনপ্রিয় এই ভাষা। আর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে হিন্দি। প্রায় ৬০ কোটি মানুষ কথা বলে থাকেন এই ভাষায়।
আরও পড়ুন: বকেয়া মেলার তার আগেই খরচ জানতে চেয়ে RTI, DA ঘটনায় নয়া মোড়
বাংলার স্থান কোথায়?
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা। এবং পঞ্চম এবং ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে যথাক্রমে মডার্ন স্ট্যান্ডার্ড আরবি ভাষা এবং ফরাসি ভাষা। আর উল্লেখযোগ্য বিষয় হল সপ্তম স্থানে রয়েছে বাংলা ভাষা। যা সকলের কাছে গর্বের বিষয়। জানা গিয়েছে এই ভাষায় আনুমানিক প্রায় ২৯ কোটি মানুষ কথা বলেন।
আর এই রিপোর্ট বাঙালির কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গর্বের। অন্যদিকে বাংলার পরেই অষ্টম স্থানে রয়েছে পোর্তুগিজ ভাষা। এবং নবম ও দশম স্থানে রয়েছে রাশিয়ান এবং ইন্দোনেশিয়ান ভাষা।