সৌভিক মুখার্জী, কলকাতা: অটোমোবাইল জগতে এবার ইতিহাস লিখল Maruti Suzuki WagonR। হ্যাঁ, দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের ভরসার বাহন এবার আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল বিশ্বের সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায়। সম্প্রতি গ্লোবাল মার্কেটে WagonR-এর বিক্রি 1 কোটি ইউনিটের মাইলফলক ছুঁয়েছে। মানে কল্পনা করতে পারছেন!
31 বছরের সাফল্য
জানিয়ে রাখি, WagonR প্রথম জাপানে আত্মপ্রকাশ করেছিল 1993 সালের সেপ্টেম্বর মাসে। সে সময় কেউ ভাবতেও পারেনি যে, এই টাল বয় ডিজাইনের ছোট্ট গাড়িটি একদিন গোটা বিশ্ব কাঁপিয়ে বেড়াবে। সেই থেকে দীর্ঘ 33 বছর 9 মাস পর গাড়িটি 1 কোটির ঘরে পৌঁছে গেল, যা সত্যিই বিরল রেকর্ড।
WagonR-এর সাফল্যের প্রাণকেন্দ্র ভারত
উল্লেখ্য, ভারতে WagonR এসেছিল 1999 সালে। আর সেই থেকেই শুরু হল এর নতুন অধ্যায়। হ্যাঁ, ভারতের মতো বাজারে এই গাড়ির জনপ্রিয়তা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে। টাল বয় স্টাইলিং, সহজ ড্রাইভিং, আর বেশি মাইলেজ ও নির্ভরযোগ্যতা মিলিয়ে ভারতীয়দের প্রথম পছন্দের তালিকায় এই গাড়িটি স্থান পেয়েছিল।
জানিয়ে রাখি, ভারতে প্রথম 1.1 লিটার ইঞ্জিনে এই গাড়িটি লঞ্চ হলেও 2019 সালে নতুন জেনারেশনের সঙ্গে 1.0 এবং 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের মডেল নিয়ে বাজারে আসে। এমনকি পরে সিএনজি ভ্যারিয়েন্ট আসার পর চাহিদা আরো বহুগুণ বেড়ে যায়। আর শুধু ভারতেই WagonR বিক্রি ছাড়িয়েছে প্রায় 32 লক্ষ ইউনিট এবং গত বছর ভারতে এই গাড়িটি 25 বছর পূর্ণ করেছে।
আরও পড়ুনঃ উন্নত AI ফিচার্স, 6000mAh ব্যাটারি! ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হল Tecno Pova 7 5G
বিশ্বজুড়ে সাফল্যের চিত্র
প্রসঙ্গত, ভারত ছাড়াও WagonR-কে এশিয়া ও ইউরোপের বহু দেশ পছন্দের তালিকায় রেখেছে। হাঙ্গেরি ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে মূলত এই গাড়ি উৎপাদিত হয় এবং আজ পর্যন্ত এটি 75টির বেশি দেশে বিক্রি হয়েছে বলে খবর। মূলত পরিবারের জন্য উপযুক্ত ডিজাইন, সহজ রক্ষণাবেক্ষণ আর জ্বালানির সাশ্রয় হয়ায়, WagonR-এর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েছে। এখন দেখার, আগামী দিনে আর কী কী মাইলফলক স্পর্শ করতে পারে সাধারণ মানুষের পছন্দের এই গাড়িটি।