সৌভিক মুখার্জী, কলকাতা: রক্তের গ্রুপ (Blood Group) বলতে আমরা মোটামুটি A, B, AB অথবা O-এর কথাই জানি। আবার তার মধ্যে পজেটিভ, নেগেটিভ থাকে। তবে আপনি কি কখনো কল্পনা করেছেন যে, এমন কোনো রক্তের গ্রুপের সন্ধান মিলতে পারে, যা বিশ্বে কোথাও দেখা যায়নি! হ্যাঁ, এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে কর্ণাটক রাজ্যের কোলার জেলায়।
আসলে সম্প্রতি 38 বছর বয়সী এক মহিলার শরীরে এমন একটি রক্তের গ্রুপের হদিস মিলেছে, যা আগে কখনো চিকিৎসকদের রেকর্ডেই ছিল না। চিকিৎসা জগতে এই আবিষ্কার নিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। তবে কী সেই রক্তের গ্রুপ এবং কীভাবেই বা মিলল?
কীভাবে ধরা পড়ল অজানা রক্তের গ্রুপ?
ঘটনার শুরু হয় ওই মহিলার হৃদরোগে আক্রান্ত হওয়া নিয়ে। হ্যাঁ, তিনি স্থানীয় এক হাসপাতালে ভর্তি হন অস্ত্রোপচারের জন্য। প্রথমে তাঁর রক্তের গ্রুপ নির্ধারণের জন্য ল্যাবে নমুনা পাঠানো হয়। তবে প্রথমে রিপোর্টে দেখা যায়, তাঁর রক্তের গ্রুপ O+ অর্থাৎ O পজেটিভ। তবে বিপত্তি বাঁধে কিচ্ছুক্ষণ পর। কারণ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে যখন O+ রক্ত জোগাড় করা হয়, তখন দেখা যায় যে, ওই রক্ত মহিলার শরীরের সঙ্গে মেলেনি। এ দেখেই চিকিৎসকরা ভিমড়ি খান।
এরপর ওই রক্তের নমুনা পাঠানো হয় বেঙ্গালুরুর রোটারি বেঙ্গালুরু টিটিকে ব্লাড সেন্টারে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসক এবং গবেষকদের দল প্রথমেই বুঝতে পারেন যে, বিষয়টা সাধারণ নয়। মহিলার রক্তে এমন কিছু অ্যান্টিজেন রয়েছে, যা প্রচলিত কোনো রক্তের গ্রুপে দেখা যায় না। তবে এই সন্দেহ আরো জোরালো হয়, যখন তার 20 জন আত্মীয়ের রক্তের নমুনা মিলিয়ে দেখা হয়। কারো সঙ্গেই ওই মহিলার রক্তের গ্রুপ মেলেনি। আর তখনই নিশ্চিত হওয়া যায় যে, এটি কোনো দুর্লভ রক্তের গ্রুপ হতে পারে।
গবেষণায় উঠে আসলো অবাক করা তথ্য
এই রক্তের গ্রুপ নিয়ে দীর্ঘ 10 মাস ধরে গবেষণা চলে। শেষে রোটারি বেঙ্গালুরু টিটিকে ব্লাড সেন্টার ওই নমুনা যুক্তরাজ্যের ব্লাড গ্রুপ রেফারেন্স ল্যাবরেটরীতে পাঠায়। আর সেখানেই জানা যায় যে, ওই মহিলার রক্তে রয়েছে একেবারে নতুন ধরনের এক অ্যান্টিজেন, যা বিশ্বে আগে কোথাও দেখা যায়নি। আর এই নতুন রক্তের গ্রুপের নাম রাখা হয়েছে CRIB। এক্ষেত্রে CR নামটি এসেছে Cromer থেকে, যা এক ধরনের রক্তের অ্যান্টিজেন সিস্টেম। আর IB এসেছে ইন্ডিয়া এবং বেঙ্গালুরুর সম্মিলিত রূপ হিসেবেই।
আরও পড়ুনঃ ফের ৭০০ টাকা বাড়ল হলুদ ধাতুর দর, রুপো নিয়েও দুঃসংবাদ! আজকের রেট
তবে সবথেকে অবাক করার বিষয়, এই অজানা রক্তের গ্রুপের মালিক, ওই মহিলার হার্ট সার্জারি সফলভাবেই সম্পন্ন হয়েছে কোনোরকম রক্ত ছাড়াই। অর্থাৎ, কোনো রক্ত ট্রান্সফিউশন ছাড়াই চিকিৎসকরা দক্ষতার সাহায্যে তাঁর চিকিৎসা সম্পন্ন করেছেন। এ নিয়ে এক চিকিৎসক বলেছেন, আমরা প্রথমে থেকেই খুব সতর্কতার সঙ্গে এই কেস হ্যান্ডেল করি। রক্ত না মেলায় আশঙ্কা তৈরি হয়েছিল। তবে উন্নত চিকিৎসা পদ্ধতিতে রক্ত না দিয়েই সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।