‘বিষয়টা খতিয়ে দেখব’, বেওয়ারিশ কুকুর নিয়ে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Delhi NCR Stray Dogs statement Of Supreme Court

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার দিল্লি সরকার এবং নাগরিক সংস্থাগুলিকে পথ কুকুরদের শহরের রাস্তাঘাট থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আর সেই আদেশের পরপরই আসে পথ কুকুরদের যত্রযত্র উচ্ছিষ্ট খাওয়ার দেওয়া নিয়ে আরও একটি কড়া নির্দেশিকা।

আর এসবের মাঝেই, 2024 সালের বেওয়ারিশ কুকুর সম্পর্কিত একটি আবেদন পত্র নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। জানা যাচ্ছে, গত বছর দিল্লি হাইকোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ করে পথ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদনপত্র দাখিল করেছিল কনফারেন্স ফর হিউম্যান রাইট। এবার তা নিয়ে মুখ খুলল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য

রিপোর্ট অনুযায়ী, গত বছর কনফারেন্স ফর হিউম্যান রাইট বেওয়ারিশ কুকুরদের নিয়ে শীর্ষ আদালতে দায়ের করা ওই আবেদন পত্রে পশু জন্ম নিয়ন্ত্রণ বিধিমালার অধীনে দিল্লিতে কমিউনিটি কুকুরদের নির্বিজন এবং টিকা দেওয়ার নির্দেশনা চেয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, ওই আবেদনের বিষয়ে প্রধান বিচারপতি গাভাই জানিয়েছেন, একটি বেঞ্চ ইতিমধ্যেই এই বিষয়ে রায় দিয়ে দিয়েছে। এদিন বিচারপতি জেবি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চের 11 আগস্টের রায়কে উল্লেখ করে তিনি বলেন, 11 আগস্ট দিল্লির পথ কুকুরদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তীতে আবেদনকারীদের আইনজীবী গত বছর জে কে মহেশ্বরীর নেতৃত্বাধীন একটি বেঞ্চের আদেশকে উল্লেখ করেন। যেখানে বলা হয়েছিল, রাস্তার কুকুর সম্পর্কিত আবেদনগুলি সংশ্লিষ্ট হাইকোর্টে হস্তান্তর করা হোক! এছাড়াও এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সামনে ওই আদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনান আইনজীবী।

যেখানে বলা হয়েছিল, আমরা স্পষ্ট করে দিচ্ছি যে কোনও পরিস্থিতিতে কুকুরকে নির্বিচারে হত্যা করা যাবে না। কর্তৃপক্ষ নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে আইন অনুযায়ী কাজ করবে। আইনজীবীর তরফে সমস্ত যুক্তি শোনার পর শেষমেষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমি গোটা বিষয়টা খতিয়ে দেখব।

অবশ্যই পড়ুন: “ভারতের সাথে সম্পর্ক আগের মতোই আছে”, ট্রাম্পের কড়াকড়ির মাঝেই বার্তা ওয়াশিংটনের

উল্লেখ্য, সোমবার দিল্লির রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ানো পথ কুকুরদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর এই আদেশের পরপরই দেশের শীর্ষ আদালত জানায়, পথ কুকুরদের যেখানে সেখানে উচ্ছিষ্ট খাবার দেওয়ার কারণেই বেওয়ারিশ কুকুরের পরিমাণ শহরের বিভিন্ন অংশে বাড়ছে। এছাড়াও কুকুরের কামড়ে দিল্লিতে জলাতঙ্ক রোগের সংক্রমণ বৃদ্ধির বিষয়টিকে সামনে এনেও আদালত বলে, সুপ্রিম কোর্ট চত্ত্বর সহ আশেপাশে বেওয়ারিশ কুকুরের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

শুধুমাত্র কমপ্লেক্সের ভিতরেই নয় লিফটের মধ্যেও কুকুর ঢুকে পড়ছে। আর এমন ঘটনা ঘটছে শুধুমাত্র সাধারণ মানুষের উচ্ছিষ্ট খাবার যেখানে সেখানে ফেলার কারণে। এরপরই শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, পথ কুকুরদের আর যেখানে সেখানে উচ্ছিষ্ট খাবার দেওয়া যাবে না। এছাড়াও উচ্ছিষ্ট খাবার যেখানে সেখানে ফেলা যাবে না বলেও জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

Leave a Comment