সহেলি মিত্র, কলকাতা: পর্যটক থেকে শুরু করে নিত্য যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার বিষ্ণুপুর থেকে কলকাতা এবং কলকাতা থেকে বিষ্ণুপুর (Bishnupur Kolkata Bus) যাওয়া আরও সহজ। বর্তমানে জাঁকিয়ে শীত পড়ছে বাংলার সর্বত্রই। আর এই সময়ে সকলেরই মন কোথাও ঘুরতে যাওয়ার জন্য উরু উরু করছে। শীতে কোথাও ভ্রমণের কথা হবে আর তালিকায় বিষ্ণুপুর থাকবে না সেটা হতেই পারে না। আপনিও কি এই শীতে বিষ্ণুপুর ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? সময়ের অভাব? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এবার একদম কাকভোর থেকে বিষ্ণুপুর থেকে মিলবে কলকাতার উদ্দেশ্যে বাস পরিষেবা। ভোরে কোন কোন বাস বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যায় চলুন জেনে নেবেন।
বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর
প্রতিদিন বিষ্ণুপুর থেকে কলকাতা এবং কলকাতা থেকে বিষ্ণুপুর অবধি বহু মানুষ যাতায়াত করেন। এমনকি ডেইলি প্যাসেঞ্জারিও করেন অনেকে। বাসস্ট্যান্ডে দেখা মেলে ব্যাপক ভিড়ের। তবে অনেক সময়েই বাস দেরিতে চলা কিংবা বাতিল হয়ে যাওয়ার সমস্যা যেন নিত্যসঙ্গী। এহেন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এই দুই জায়গার জন্য বাসের সংখ্যা বৃদ্ধির দাবিও জানানো হচ্ছিল সাধারণ মানুষের তরফে। যাইহোক, বর্তমানে এই দুই জায়গার মধ্যে দীর্ঘদিন ধরে এমন কিছু বাস চলাচল করছে যা সকলের ভরসার অন্যতম কান্ডারী হয়ে উঠেছে, আজকের এই প্রতিবেদনে তেমনই কিছু বাস নিয়ে আলোচনা করা হবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক। সেইসঙ্গে রইল সময়সূচি।
বিষ্ণুপুর-কলকাতার বাসের সময়সূচি
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক SBSTC-এর সরকারি বাস পরিষেবা প্রসঙ্গে। ভোর ৩:৫৫-এ নির্দিষ্ট সময়ে স্ট্যান্ড ছেড়ে দেওয়া হয়। এরপরেই ভিড় বাড়তে শুরু করে (সুবর্ণ) পরিষেবার জন্য, যা ৪:১০-এ ছাড়ে। এরপর রয়েছে Mayabati (মায়াবতী)। ৪:২০-এর সময়সূচি মেনে ছাড়ে। বাসটি দীর্ঘদিন ধরে চলাচল করে। একদম সময় মেনেই চলাচল করে বাসটি। এরপর রয়েছে ৪:৪০-এ ছাড়ে MDG। অফিস সময়ের জন্য এই বাস খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ যুবভারতীকাণ্ডে ধূলিসাৎ সৌরভের সম্মান! লালবাজারে অভিযোগ দায়ের মহারাজের
পরবর্তী বাস ভোর ৫:০০-এ Rajdhani, যার আরামদায়ক আসনের খ্যাতি যাত্রীদের আলাদা আকর্ষনের জায়গা। এরপর শেষ বাস হল ৫:২৫-এ, ছাড়ে MDG Non-Stop, বাসটি কোনো বিরতি ছাড়াই চলাচল করে।