বিহারে লজ্জাজনক হার থেকে শিক্ষা! এই রাজনৈতিক দলে যোগ দিতে পারেন প্রশান্ত কিশোর

Prashant Kishor

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘদিন দূরত্বের পর আবারও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলেন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর (Prashant Kishor)। একাধিক সূত্র অনুযায়ী খবর, তিনি কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। আর রাজনৈতিক মহলে এই সাক্ষাৎকার নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি ফের কংগ্রেসে যোগদান করছেন প্রশান্ত কিশোর?

কংগ্রেস ছাড়ার পর প্রথমবার সাক্ষাৎ

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল প্রশান্ত কিশোর। তারপর একাধিকবার দলের নেতৃত্ব নিয়ে সমালোচনাও করেছেন। এমনকি সদ্যসমাপ্ত বিহার নির্বাচনে তিনি প্রকাশ্যেই বলেছেন, রাহুল গান্ধীর ভোট চুরি ইস্যু বিহারে কোনওরকম প্রভাব ফেলেনি। তবে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকে অনেক রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে।

প্রসঙ্গত, বিহার নির্বাচনে প্রশান্ত কিশোরের দল সুরাজ পার্টি বিরাট ধাক্কা খেয়েছে। ২৩৮টি আসনে প্রার্থী জিতলেও ২৩৬টি আসনের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি কংগ্রেসও খুব একটা ভালো ফলাফল দেখাতে পারেনি। ৬১টি আসনে লড়াই করে মাত্র ৬টি আসনে জয়লাভ করেছে। আর সেখানে ২০২০ সালে সেই সংখ্যা ছিল ১৯টি। সেই কারণে কংগ্রেস এবং প্রশান্ত কিশোরের দল নিয়ে উঠতে শুরু করেছিল বিভিন্ন রকম প্রশ্ন।

এদিকে ২০২১ সালে কংগ্রেসকে পুনরুদ্ধার করার জন্য গান্ধী পরিবারকে একাধিক প্রস্তাবও দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেই সময় তিনি জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনের বৈঠকে অংশ নিয়েছিলেন। আর সেই বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বৈঠকের পর সোনিয়া গান্ধী প্রশান্ত কিশোরের প্রস্তাব খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করেছিলেন। এমনকি জানা যায়, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিতে প্রস্তুত ছিলেন।

আরও পড়ুন: মায়ের জাতিতেই সন্তানের কাস্ট সার্টিফিকেট! বড়সড় রায় সুপ্রিম কোর্টের

সেই সময় কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনার পর ২০২৪ সালের জন্য এম্পাওয়ার্ড অ্যাকশন গ্রুপ গঠন করা হয়েছে। সেখানে তাঁকে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেনি। তবে সম্প্রতি আবারও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর সাক্ষাৎ নতুন কোনও জোট বা ভবিষ্যতে কোনও ইঙ্গিত দিচ্ছে কিনা, তা এখনও পর্যন্ত অজানা। এমনকি প্রশান্ত কিশোর আবারও কংগ্রেসে যোগদান করবে কিনা সে বিষয়ে কোনওরকম আভাস পাওয়া যায়নি।

Leave a Comment