প্রীতি পোদ্দার, দিনহাটা: বছর ঘুরলেই বাংলায় ২৬ এর বিধানসভা নির্বাচন। হাতে বাকি রয়েছে মাত্র আর কয়েকটা মাস। এদিকে ইতিমধ্যেই মিটেছে বিহারের বিধানসভা নির্বাচন, গতকাল অর্থাৎ শুক্রবারই সেই নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পুনরায় বিহারে বিধানসভা নির্বাচনে NDA-র বিপুল আসনে জয়ের পর আনন্দে মেতে উঠেছে ভারতীয় জনতা পার্টি। আর এবার বাংলা নিয়েও ব্যাপক আশাবাদী হয়ে পড়েছে বঙ্গ বিজেপি নেতারাও। কিন্তু এমতাবস্থায় ঘটল আরেক ঘটনা। বিহারে NDA জয়ের আনন্দে গা ভাসাতেই এবার পুলিশের হাতে গ্রেফতার হতে হল বিজেপি নেতা অজয় রায়কে। বিস্ফোরক পোস্ট শুভেন্দুর (Suvendu Adhikari)।
চাঞ্চল্যকর পোস্ট শুভেন্দুর
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় দিনহাটা থানার পুলিশ কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক অজয় রায়কে গ্রেফতার করছে আর সেই নিয়ে এলাকায় ব্যাপক বচসা দেখা গিয়েছে। ভিডিও পোস্টের পাশাপাশি এদিন শুভেন্দু ক্যাপশনে লিখেছেন যে, “কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক শ্রী অজয় রায়কে স্রেফ বিহারে এনডিএ-এর বিপুল জয় উদযাপন করার ‘অপরাধে’ দিনহাটায় গ্রেফতার করে টেনে হিঁচড়ে নিয়ে গেল দলদাস পুলিশ! এই বেআইনি গ্রেফতারের মূল কাণ্ডারী হলেন দিনহাটা থানার আইসি জয়দেব মোদক ও এসআই আশরফ আলম।” এছাড়াও তিনি আরও বলেন, “শ্রী কমল গুহ এর কুপুত্র, যাকে জাতীয় মানবাধিকার কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টে নির্বাচন পরবর্তী হিংসার মামলায় ‘ক্রিমিনাল’ বলে উল্লেখ করেছেন, তার নির্দেশেই মমতা পুলিশ এই অন্যায় কাজ করেছে।
পুলিশকে অপব্যবহারের অভিযোগ শুভেন্দুর
গতকাল অর্থাৎ শুক্রবার, বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসা মাত্রই ব্যাপক আনন্দ উত্তেজনায় মেতে উঠেছিল বঙ্গ বিজেপি গোষ্ঠী। কিন্তু সেই আনন্দ করতে গিয়েই পুলিশ প্রশাসনের মুখে পড়ল কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক অজয় রায়। তাই এদিন শুভেন্দু অধিকারী তাঁর লিখিত পোস্টের মাধ্যমে শাসকদল তৃণমূল কংগ্রেসকে রীতিমত তুলোধোনা করেছেন। তিনি দাবি জানিয়েছেন যে, শাসকদল তৃণমূল কংগ্রেস, বঙ্গ বিজেপি নেতাদের ওপর গাত্রদাহ মেটাতে পুলিশকে যত্রতত্র অপব্যবহার করছে। তিনি আশ্বস্ত করে জানিয়েছেন যে, ভারতীয় জনতা পার্টি শ্রী অজয় রায়-এর পাশে রয়েছে ও সর্বোচ্চ শক্তি দিয়ে এই বিচার বহির্ভূত আইনের দুর্ব্যবহারের মোকাবিলা করবে।
আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার এক ডাক্তারি পড়ুয়া
কিছুদিন আগে কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, বেশ কয়েকজন যুবক বাইকে করে আসে এবং বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এরপরই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। যদিও বিজেপি নেতা অজয় রায় এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছিল বলে জানা গিয়েছে। তবে এখন স্রেফ বিহারে এনডিএ-এর বিপুল জয় উদযাপন করার ‘অপরাধে’ এইরূপ পুলিশি গ্রেফতারির প্রসঙ্গ উঠতেই নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি।