সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ নভেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 News in Bengali Language) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিহার নির্বাচনের ফলাফল, কোচবিহারে এনআইএ, পড়ুয়ার ঝুলন্ত দেহ, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) শীত পড়তেই অনেকটাই বাড়ল মুরগির মাংসের দাম
শীতের শুরুতেই ময়নাগুড়িতে হঠাৎ করে মুরগির মাংসের দাম বেড়ে গেলে ২০%। গত মঙ্গলবার ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ২০০ টাকা কেজি। আর বুধবার তা বিক্রি হচ্ছে ২২০ টাকা। বৃহস্পতিবার সকালে সেই দাম পৌঁছেছে ২৪০ টাকায়। এদিকে এই দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ বিপাকে পড়ছে। আর বাজারে ক্রেতার সংখ্যাও কমে গিয়েছে। বিক্রেতারা জানাচ্ছে, তাদের বেশি দামে কিনতে হওয়ায় দাম বাড়াতে বাধ্য হয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) দিল্লি বিস্ফোরণে জড়িত ডাক্তারের বাড়িকে গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী
দিল্লির লাল কেল্লায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১২ জনের। তাতে সন্দেহভাজন জঙ্গি চিকিৎসক উমর নবীর বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল নিরাপত্তা বাহিনী। এবার পুলওয়ামায় তার বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে একটি আইইডি উদ্ধার করা হয়। সূত্রের খবর, বিস্ফোরণে ব্যবহৃত হন্ডাই i20 গাড়িটি উমরের নামেই যুক্ত। আর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন তার পরিবারের সদস্য। এমনকি ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা গেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কাকদ্বীপের আইনজীবীর চেম্বার থেকে ২১ বছরের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে আইনজীবীর চেম্বার থেকেই ২১ বছরের ল’কলেজের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল, যা নিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রাক্টিক্যাল ট্রেনিং এর জন্য নিয়মিত আইনজীবির কাছে যেত ওই ছাত্রী এবং তাদের মধ্যে সম্পর্ক ছিল বলেই দাবি পরিবারের। ঘটনাস্থল থেকে একটি প্রেমপত্র উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, সম্পর্কে টানাপোড়েন থেকেই হয়তো আত্মহত্যা করেছে সে। তবে অভিযুক্ত আইনজীবী পলাতক আর পুলিশ তল্লাশি চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, ১৬ নভেম্বর ভোর পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সেতুতে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে। সেতুর নিরাপত্তা এবং স্থায়িত্ব বজায় রাখার জন্য রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। সেজন্যই এই সিদ্ধান্ত। গত কয়েক সপ্তাহ ধরেই প্রতি রবিবার করে এই সেতু বন্ধ রাখা হচ্ছে। যার জন্য নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে। তবে বিকল্প পথ বাতলে দিয়েছে কলকাতা পুলিশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বারাসাত মেডিকেল কলেজে ১৩ বছরের নাবালিকাকে শ্লীলতাহানি
এবার বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসকের বিরুদ্ধেই ১৩ বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অ্যাপেন্ডিক্স অপারেশনের আগে প্রাথমিক চিকিৎসার সময় নাবালিকাকে শ্লীলতাহানির করেছে ওই ডাক্তার। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃতীয় বর্ষের চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিনি বিহারের বাসিন্দা এবং বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন। সূত্রের খবর, তিনি আগে আরজি করের চিকিৎসক আন্দোলনে যোগও দিয়েছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বীরভূমের নলহাটিতে রেশনে কারচুপি
বীরভূমের নলহাটিতে রেশন বন্টনে এবার বড়সড় অভিযোগ উঠল। গ্রাহকদের খাদ্যশস্য দেওয়ার বদলে ডিলার গোলাম রসুল নাকি পাল্লায় পাল্লায় ইট, বালিভরা কৌটো চাপিয়ে বায়োমেট্রিক লিঙ্ক করিয়ে নিচ্ছেন। এমনকি পরে তার বাড়িতে রেশন নিতে গেলে কম ওজনের সামগ্রী দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ডিলার এও দাবি করছেন যে, রাস্তা খারাপ এবং গাড়ি না থাকার কারণে আগে বায়োমেট্রিক নেন, পরে রেশন দেন এবং ওজনে কোনওরকম কারচুপি নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) এবার কোচবিহারে এনআইএ-এর হানা
দিল্লি বিস্ফোরণ মামলায় এবার তদন্তে নয়া মোড়। মুর্শিদাবাদের পর কোচবিহারের দিনহাটার নন্দিনা গ্রামে এর আগে তল্লাশি চালিয়েছে এনআইএ। ২০০৩ সালের একটি পুরনো মামলার সূত্রই আরিফের শ্বশুরবাড়িতে হানা দিয়েছিল তারা। আলিফ বাংলাদেশের নাগরিক বলে পরিবার দাবি করে এবং তাকে পালাতেও সাহায্য করে। বাড়ি থেকে নথি, ব্যাঙ্কের পাসবই এবং মোবাইলের সিমও বাজেয়াপ্ত করা হয়েছে। আর আরিফের বিরুদ্ধে সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এমনকি এর আগে দিল্লি বিস্ফোরণের সূত্র ধরে মুর্শিদাবাদেও হানা দিয়েছিল এনআইএ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) দেশজুড়ে ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে FASTag এর নতুন নিয়ম
দেশ জুড়ে FASTag ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। আগামীকাল অর্থাৎ ১৫ নভেম্বর থেকে সক্রিয় FASTag ছাড়া টোল অতিক্রম করলে এবার নগদ লেনদেনে দ্বিগুণ চার্জ দিতে হবে। আর অনলাইনে দিতে হবে ১.২৫ গুণ বেশি টাকা। যেমন বেসিক টোল ১০০ টাকা হলে ডিজিটালে ১২৫ টাকা এবং নগদে ২০০ টাকা দিতে হবে। তাই জরিমানা এড়ানোর জন্য FASTag সক্রিয় রাখতে হবে। ব্যালেন্স কম থাকলেও দ্রুত রিচার্জ করে নিন। নাহলেই সমস্যায় পড়তে পারেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বিহার নির্বাচনে বিরাট জয় এনডিএর
বিহার নির্বাচনে এবার পাকাপোক্ত ভাবে অবস্থান করছে এনডিএ। বিজেপি একাই ৯৪টি আসনে এগিয়ে। আর জেডিইউ-কে বাদ দিলে এনডিএর মোট আসন দাঁড়াচ্ছে ১২২। চিরাগ পাসওয়ানের এলজিপি ১৯, জিতন রাম মাঝির এইচএএম ৫ এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম ৪টিতে এগিয়ে। তবে বিজেপির মুখ্যমন্ত্রী পদে নিতীশ কুমারকে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তাই সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাকে ছাড়া হয়তো সরকার গঠন করা হতে পারে। ২০২০ এর তুলনায় যদিও দুর্বল হলেও বিজেপির আসন বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) পূর্বস্থলীর ২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও ৯৪৬ জনের নাম
এবার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেখাঁতলা ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০০২ ভোটার তালিকা অনলাইন থেকে উধাও হয়ে গেল। হ্যাঁ, প্রায় ৯৪৬ জনের নাম তালিকায় নেই বলে আতঙ্কে পড়েছে স্থানীয় বাসিন্দারা। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও অনলাইনে পুরনো ভোটার লিস্টে নাম না থাকায় চিন্তা বাড়ছে। এমনকি অনেকেই এসআইআর-র ফর্ম পেলেও ভবিষ্যৎ নিয়ে তারা অনিশ্চিত। একই সমস্যা আগে পাশের পঞ্চায়েত দেখা গিয়েছিল। বাসিন্দারা প্রশাসনের কাছে সমাধান চাইলে এখনও পর্যন্ত উত্তর মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন