বুড়ো বয়সের লাঠি হবে পোস্ট অফিসের এই স্কিম, রিটায়ারমেন্টের পর মিলবে ৩৫ লাখ

Post Office Gram Suraksha Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: অনেকেই ভেবে থাকেন, বিনিয়োগ মানেই ঝুঁকি। তবে আপনি যদি ঝুঁকি না নিয়ে কোনো নিরাপদ বিনিয়োগে বড় অংকের ফান্ড গড়ে তুলতে চান, তাহলে পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা (Post Office Gram Suraksha Yojana) হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ মাসে মাত্র 1500 টাকা জমিয়েই এই স্কিমে 35 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন মিলতে পারে, এমনকি সঙ্গে বীমার সুরক্ষাও থাকে।

কী এই গ্রাম সুরক্ষা যোজনা?

আসলে এই প্রকল্পটি ভারতীয় ডাক বিভাগের রুরাল পোস্টাল লাইফ ইন্সুরেন্স পরিচালনা করে থাকে। মূলত গ্রামীণ ও আধা শহরাঞ্চলের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছে। আর এখানে সর্বনিম্ন 10 হাজার টাকা এবং সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার করা হয়। তবে এখানে আবেদনের জন্য অবশ্যই 19 বছর থেকে 55 বছর বয়সের যেকোনো ভারতীয় নাগরিক হতে হবে। ফলত সাধারণ মধ্যবিত্ত পরিবারও খুব স্বল্প টাকায় দীর্ঘমেয়াদী বড় অংকের সঞ্চয় ফান্ড গড়ে তুলতে পারবে।

বিনিয়োগের সুবিধা এবং অন্যান্য অপশন

জানা যাচ্ছে, এই স্কিমে প্রিমিয়াম জমা দেওয়ার জন্য একাধিক বিকল্প রয়েছে। অর্থাৎ মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক, যেকোনো বিকল্প আপনি বেছে নিতে পারবেন, আর সেভাবে প্রিমিয়াম জমা দিতে পারবেন। পাশাপাশি চার বছর পর থেকে লোন নেওয়ার সুযোগ থাকে এবং প্রয়োজনে তিন বছর পর পলিসি সারেন্ডার করা যায়। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, পাঁচ বছরের আগে সারেন্ডার করলে বোনাসের সুবিধা মিলবে না। 

উল্লেখ্য, এই পলিসির মেয়াদ সর্বাধিক 80 বছর পর্যন্ত হয়। তাই কম বয়সে যদি এই পলিসি শুরু করেন, তাহলে দীর্ঘ সময় ধরে মোটা অংকের ফান্ড জমা হবে, আর বেশি মুনাফা পাওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে যদি পলিসি হোল্ডারের অকালমৃত্যু ঘটে, তাহলে বীমার সম্পূর্ণ অংক এবং জমা দেওয়া বোনাসের টাকা নমিনির হাতে পৌঁছে যাবে।

আরও পড়ুনঃ DA বৃদ্ধি রেশন ও কৃষকদের জন্যও বড় ঘোষণা! পুজোর আগে উপহার রাজ্য সরকারের

35 লক্ষ টাকা কীভাবে রিটার্ন পাবেন?

ধরুন, একজন ব্যক্তি 19 বছর বয়সে এই স্কিমে যোগদান করলেন। এবার তিনি যদি প্রতিদিন মাত্র 50 টাকা করে এখানে জমা করেন, অর্থাৎ মাসে 1500 টাকা করে জমা করতে পারেন, তাহলে তার মেয়াদপূর্তি সময়ে 31 থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন মিলবে। আর এই রিটার্নের অংক নির্ভর করবে পলিসির মেয়াদ, বীমার অংক এবং বোনাসের উপর। এক কথায় মাসিক স্বল্প টাকা বিনিয়োগ করেও যে ভবিষ্যতে মোটা অংকের ফান্ড গড়ে তুলতে পারা যায়, তা এই স্কিমের সবথেকে বড় বৈশিষ্ট্য।

Leave a Comment