বুধ থেকেই পুরোনো মেজাজে ঠান্ডা! দক্ষিণবঙ্গে শীতের নয়া আপডেট, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের শুরু থেকে রাজ্যে শীতের (Weather Update) প্রাদুর্ভাব দেখা গিয়েছিল বঙ্গে। অনেকটাই নেমেছিল পারদ। কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটে ফের এক লহমায় কমে গিয়েছিল শীত। এমতাবস্থায় বেশ চিন্তায় পড়েছিল শীতপ্রেমীরা। তবে ডিসেম্বর পড়তেই যেন ফিরে পাওয়া গেল শীতের পুরোনো আমেজ। এবার সত্যিই শীতের কামড় অনুভব করতে চলেছেন বঙ্গবাসী।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় দেতোয়া নিম্নচাপ রূপে অবস্থান করছে তামিলনাড়ু-পুদুচেরী-অন্ধ্র উপকূলের খুব কাছাকাছি এলাকায়। ক্রমে এই নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে উপকূল থেকে ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে পড়তে চলেছে। এ ছাড়া, হরিয়ানার কাছেই একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। সঙ্গে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তবে এর কোনো প্রভাব বাংলায় পড়বে না। এমতাবস্থায় ফের পারদ পতনের আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আর এই আবহে জানা যাচ্ছে আগামীকাল থেকে উত্তর-পশ্চিমের বাতাসের দাপট বাড়বে রাজ্য জুড়ে। যার ফলে বাড়বে শীতের আমেজ। অর্থাৎ বোঝাই যাচ্ছে বুধবার থেকেই হাওয়া বদল হতে পারে। আশা করা যাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদপতন হতে পারে। যার ফলে চলতি সপ্তাহের শেষেই কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। একই অবস্থা হবে পশ্চিমের জেলাগুলিতে।

আরও পড়ুন: SIR শেষ হলেই শুরু হবে জনগণনা! কবে থেকে? দিনক্ষণ জানাল কেন্দ্র সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ বুধবার শীতল এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। সর্বত্র আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। তবে উত্তরে আপাতত তাপমাত্রায় খুব বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। এছাড়াও সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি চলে যেতে পারে।

Leave a Comment