প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষশেষের ভোর থেকেই দক্ষিণবঙ্গসহ কলকাতায় ১১ ডিগ্রিতে নেমে গিয়েছিল নেমে গিয়েছিল পারদ। কিন্তু নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বেড়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে চার দিনে তিন ডিগ্রি বেড়েছিল তাপমাত্রা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, এবার সেই তাপমাত্রা আবার কমতে চলেছে। খুব একটা পরিবর্তন না হলেও, কমপক্ষে তিন থেকে চার ডিগ্রি নামতে পারে দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আজ মঙ্গলবার সকাল থেকেই কুয়াশা এবং শীতের দাপট (Weather Today) বজায় থাকবে দক্ষিণবঙ্গের সমগ্র জেলায়। তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা সর্বনিম্ন ১০-এর নিচে নেমেছে। গত বছর নতুন বছরের শুরুতে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে ছিল, সেখানে এবছর প্রবল শীতের দাপট রয়েছে। সবমিলিয়ে আজ থেকেই শীতের স্পেল শুরু হতে চলেছে।
আরও পড়ুন: অশ্লেষা নক্ষত্রে সুখের পিঁড়িতে বসবে ৩ রাশি! আজকের রাশিফল, ৬ জানুয়ারি
দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী অন্তত তিন দিন দক্ষিণের সর্বত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। দক্ষিণের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়াই থাকছে।
আরও পড়ুন: রেলপথে জুড়ে যাবে ডুয়ার্স ও বেঙ্গালুরু, চলছে নতুন ট্রেন রুট জোড়ার পরিকল্পনা
উত্তরবঙ্গের আবহাওয়া
শীতের মাঝে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুলেটিন বলছে, দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। আজ দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। সান্দাকফু , ঘুম , ধোত্রে , চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশার দাপটও বেশ বজায় থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশা বেশি থাকতে পারে।