বুলা চৌধুরীর পর এবার চুরি কোন্নগরের নাট্যশিল্পীর বাড়িতে! লুঠ সোনার গয়না সহ নগদ

Konnagar

প্রীতি পোদ্দার, কলকাতা: বুলা চৌধুরীর পর ফের প্রকাশ্যে এল আরও এক চুরির ঘটনা! ভর সন্ধেতেই কোন্নগরে এক নাট্যশিল্পীর বাড়ির আলমারি ভেঙে খোয়া গেল অজস্র সোনার গয়না এবং টাকা পয়সা। এমতাবস্থায় এই নাট্যশিল্পীর বাড়ি দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। ঘটনাস্থল খতিয়ে দেখেছে উত্তরপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার সন্ধেবেলায় কোন্নগরের এক নাট্যশিল্পীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নাট্যশিল্পী ও তার পরিবারের সদস্যরা যখন বাড়ি থেকে বের হন, তখন সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু, সন্ধ্যায় তারা যখন ফিরে আসেন তখন দেখেন যে তালা ভেঙে মাটিতে পড়ে রয়েছে, বাড়ির দরজা খোলা এবং ভেতরে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। বিছানার উপর খালি গয়নার বাক্স পরে রয়েছে, যা দেখে হতবাক গোটা পরিবার।

পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

পুলিশের প্রাথমিক অনুমান যে চোরেরা সম্ভবত পরিবারের সদস্যদের উপর কড়া নজর রাখছিল। এবং তাঁদের যাতায়াতের ক্ষেত্রেও বেশ নজরদারি রাখা হয়েছিল, অর্থাৎ সবটাই দীর্ঘদিনের পরিকল্পনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি, এদিকে এই ঘটনায় কোন্নগরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষজন আতঙ্কে রয়েছেন। তার উপর বিগত কয়েকদিন ধরেই চুরির ঘটনা এলাকায় ঘটতে থাকায় এবার নিরাপত্তা ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপে ৭ ওয়ার্ডকে ‘হটস্পট’ জোন ঘোষণা কলকাতা পুরসভার! দেখুন লিস্ট

উল্লেখ্য, গত শুক্রবার অর্থাৎ ১৫ আগস্ট, হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু তথা পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছিল। তাঁর পেশাজীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সমস্ত পদকগুলি চুরি হয়ে গিয়েছিল। এরপর চুরির ঘটনার তদন্তে নামে সিআইডি। আগেই পুলিশ বেশ কয়েক জন সন্দেহভাজনকে আটক করেছিল। এরপর অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে চোরকে। জানানো হয়েছে, চুরি যাওয়া সমস্ত পদকই উদ্ধার করা গিয়েছে।

Leave a Comment