বৃদ্ধ বাবা-মাকে উপেক্ষা করলে ১০% বেতন কাটা হবে কর্মীদের, নয়া নিয়ম রাজ্য সরকারের

Government employee

সহেলি মিত্র, কলকাতাঃ বৃদ্ধ বয়সে কম বেশি সব বাবা ও মা-ই চায় যেন সন্তান তাঁদের ভরসার কাঁধ হোক। তাঁদের দেখভাল করুক। কিন্তু এমন বহু সন্তান রয়েছে যারা বয়স হয়ে গেলে বাবা-মাকে বাড়তি বোঝা মনে করে, দায়িত্ব নিতে অস্বীকার করে। বেশি হলে বৃদ্ধ বাবা মাকে কোনও বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। এহেন পরিস্থিতিতে সেই বয়স্ক বাবা ও মায়ের মনের ওপর দিয়ে কী যায় সেটা শুধুমাত্র তাঁরাই বোঝেন। তবে এবার রাজ্য সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুণ বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ। বলা হয়েছে, বয়স্ক বাবা মায়ের দেখভাল না করলে সরকারি কর্মীদের (Government Employee) বেতন থেকে ১০% কেটে নেওয়া হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

বাবা-মাকে উপেক্ষা করলেই কাটা হবে ১০% বেতন

আসলে তেলেঙ্গানা সরকারের নয়া ফরমানকে ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তেলেঙ্গানা সরকার বাবা-মায়ের যত্ন নিতে অস্বীকার করা সরকারি কর্মচারীদের জন্য ১০% বেতন কেটে নেওয়ার ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেছেন যে সরকার শীঘ্রই এই ব্যবস্থা বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে টাকা কর্মচারীদের থেকে কাটা হবে সেই টাকা তাঁদের বাবা-মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

আরও পড়ুনঃ বিকেল থেকে দক্ষিণবঙ্গে নতুন খেলা আবহাওয়ার, পড়বে ভয়ঙ্কর শীত! কতটা নামবে পারদ?

বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্প্রতি অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে রেট্রোফিটেড মোটরচালিত যানবাহন, ব্যাটারিচালিত ট্রাইসাইকেল, ব্যাটারিচালিত হুইলচেয়ার, ল্যাপটপ, শ্রবণযন্ত্র, মোবাইল ফোন এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম বিতরণ করা হয়। আর সেখান থেকেই এই বেতন কেটে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তিনি আরও বলেন, সরকার প্রবীণ নাগরিকদের জন্য প্রণাম নামে একটি ডে-কেয়ার সেন্টারও প্রতিষ্ঠা করছে। ২০২৬-২০২৭ সালের বাজেট প্রস্তাবে একটি নতুন স্বাস্থ্য নীতি চালু করা হবে।

আরও পড়ুনঃ সোনা, রুপোর দামে বড় পরিবর্তন! কমল না বাড়ল? আজকের রেট

তিনি আগামী নির্বাচনে সমস্ত পৌর কর্পোরেশনে রূপান্তরকামীদের কো-অপশন সদস্য হিসেবে মনোনীত করার পরিকল্পনাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা ও কর্মসংস্থানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ কোটা দেওয়া হয়েছে। তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই নববিবাহিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে। রেড্ডি বলেন, সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ প্রদানের চেষ্টা করা হচ্ছে। তেলেঙ্গানার প্রথম বর্ণ-গণনা অন্যান্য সমস্ত রাজ্যের জন্য একটি রোল মডেল। তিনি বলেন, তেলেঙ্গানার চাপের মুখে কেন্দ্রীয় সরকার জাতীয় আদমশুমারির অংশ হিসেবে বর্ণ-গণনা পরিচালনা করতে সম্মত হয়েছে।

Leave a Comment