বৃদ্ধ বাবা-মাকে দেখাশোনার জন্য ৩০ দিনের ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা

প্রীতি পোদ্দার, কলকাতা: ব্যক্তিগত কারণে বছরে ৩০ দিন ছুটি নেওয়ার সুযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে! আর সেই ব্যক্তিগত ছুটিতেই এবার বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনার কাজে ব্যবহার করতে পারবেন সরকারি কর্মীরা! বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

ছুটি নিয়ে বড় প্রশ্ন রাজ্যসভায়

জনপ্রিয় সংবাদমাধ্যম ANI-এর রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, ২৪ জুলাই রাজ্যসভায় প্রশ্ন করা হয় যে, “প্রবীণ মা-বাবার দেখভালের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোনও ছুটি রয়েছে কি না?” এরপর সেই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, “কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যক্তিগত কারণে বছরে ৩০টি ছুটি নেওয়ার অনুমোদন রয়েছে। বৃদ্ধ বাবা-মাকে দেখাশোনার জন্যও ওই ছুটি নিতে পারেন তাঁরা।”

কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

এছাড়াও এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ আরও জানিয়েছেন যে, “১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস নীতি অনুযায়ী, বছরে ৩০ দিন আর্নড লিভ, ২০ দিন হাফ পে লিভ, আট দিন ক্যাসুয়াল লিভ, দু’দিন রেস্ট্রিক্টেড ছুটি নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এ ছাড়াও ব্যক্তিগত কারণে ছুটি নিতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মী সেটা বৃদ্ধ বাবা-মায়ের পরিচর্যার জন্যও নিতে পারেন।” জানা গিয়েছে, ১৯৭২ সালের ১ জুন থেকে এই ছুটির নীতি কার্যকর করে চলেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: দু’বার ‘ব্যর্থ’ হয়েও ছাড়েনি হাল! UGC-র JRF পরীক্ষায় প্রথম হলেন বাংলার মেয়ে নিলুফা ইয়াসমিন

উল্লেখ্য ১৯৭২ সালের দ্য সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলের আওতায় বিভিন্ন ছুটি আসে। যেমন অর্জিত ছুটি, হাফ-ডে ছুটি, কমিউটেড লিভ, লিভ নট ডিউ, এক্সট্রাঅর্ডিনারি লিভ, মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন, শিশুর দেখভালের জন্য ছুটি, পড়াশোনার জন্য ছুটি, স্পেশাল ডিসেবল লিভ-সহ অন্যান্য ছুটির প্রসঙ্গ উল্লেখ রয়েছে। তবে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে এই নির্দিষ্ট দিন ছুটি পেলেও রেলকর্মী, অল ইন্ডিয়া সার্ভিস যেমন IAS, IPS, IFS-এর জন্য ভিন্ন নিয়ম রয়েছে।

Leave a Comment