বৃষ্টি দুর্যোগের মাঝেই সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা! দিনক্ষণ ঘোষণা

Higher Secondary Exam

প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টি দুর্যোগের মাঝেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)! আগামী ৮ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। হাতে মাত্র আর কয়েকদিন বাকি, তাই শেষ মুহূর্তের বেশ প্রস্তুতি চলছে পরীক্ষার্থীদের। কিন্তু প্রস্তুতির মাঝেই বড় কাঁটা হয়ে দাঁড়ালো বৃষ্টি। শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস পড়লেও সক্রিয় রয়েছে এখনো মৌসুমী অক্ষরেখা। আর তাতেই দিন রাত হয়ে চলেছে বৃষ্টি। এমতাবস্থায় প্রশ্ন উঠছে তবে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা বৃষ্টি দুর্যোগের মধ্যেই সম্পন্ন হবে?

সমস্যা প্রতিরোধ করতে নয়া উদ্যোগ সংসদের

এত দিন যে পরীক্ষা শীতশেষের বেলায় হত এখন নয়া শিক্ষাবর্ষে সেই পরীক্ষা সেপ্টেম্বরের শুরুতেই হচ্ছে। এদিকে অঝোরে দিনের পর দিন বৃষ্টি হয়েই চলেছে। যার ফলে রাস্তাঘাটের বেহাল দশা। তাই বৃষ্টির ফলে যাতে পরীক্ষা বিঘ্নিত না হয় পরীক্ষার্থীদের তার জন্য একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জি ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র এমন জায়গায় বাছা হয়েছে যেখানে বৃষ্টি বা জল জমার ফলে কোন সমস্যা না তৈরি হয়। এছাড়াও যদি জলজমার সমস্যা থেকেও থাকে তাহলে সঙ্গে সঙ্গে বিকল্প পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করা হবে পরীক্ষা। তাই আগেভাগেই সেই সমস্ত বন্দোবস্ত করা হয়ে গিয়েছে।

পরীক্ষা কেন্দ্রে বিকল্প ব্যবস্থা সংসদের

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের যাতে পরীক্ষায় বিঘ্ন না ঘটে, তার জন্য ত্রাণ শিবিরেও পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। শুধু তাই নয় বিদ্যুৎ বিপর্যয় হলে সেই সকল পরীক্ষাকেন্দ্র গুলোতে বিকল্প ব্যবস্থার কথা বিশেষভাবে বলা হয়েছে যাতে পরীক্ষা দিতে কোন সমস্যা না হয় পরীক্ষার্থীদের। এমনকি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র এবং উত্তরপত্রের জন্য ব্যবহৃত OMR শিটকেও বিশেষভাবে পলিথিনের প্যাকেটে মোড়া হচ্ছে। যাতে জল কোনোভাবেই সেগুলোর ক্ষতি না করে। তাই এক কথায় বলা যায় দুর্যোগ পরিচিতি মোকাবিলা করতে তৈরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: কলকাতার ডেপুটি মেয়রের বাড়িতে CBI, আরজি কর দুর্নীতি মামলায় নজরে অতীন ঘোষ

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে একাদশ ও দ্বাদশের পঠনপাঠন ও পরীক্ষা শুরু হতে চলেছে। একাদশের দু’টি সেমেস্টার অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমেস্টার এবং দ্বাদশের দু’টি সেমেস্টার, তৃতীয় ও চতুর্থ সেমেস্টার। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে এই পরীক্ষা। সকাল ১০ টা থেকে বেলা ১১ টা ১৫ পর্যন্ত মোট ১ ঘন্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে।

Leave a Comment