বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের সুপার পাওয়ার অস্ট্রেলিয়া! এবার সেই দলের অন্দরেই বেঁধে গেল অশান্তি! আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে অ্যাশেজ সিরিজ (Australia Vs England)। এবছর অজিভূমিতেই খেলতে হচ্ছে ইংল্যান্ডকে। তবে ম্যাচ শুরুর আগে সরাসরি নিজেদের বোর্ডকে নিশানা করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। জানা গিয়েছে, এক বিশেষ কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর বেজায় ক্ষুব্ধ তিনি।
বোর্ডের সিদ্ধান্তে খুশি নন স্টার্ক!
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচটি গড়িয়েছে পার্থে। আর তাতেই খুশি হন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। স্টার্কের বক্তব্য, তিনি এবং দলের বাকিরাও চান ব্রিসবেনে সিরিজ শুরু হোক। কিন্তু বোর্ড অন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাঁর কথায়, “আমরা চেয়েছিলাম সিরিজের প্রথম ম্যাচটা ব্রিসবেন থেকেই শুরু হোক। কিন্তু ওরা কথাই শোনে না। সেই পার্থেই ম্যাচ আয়োজন…”
অস্ট্রেলিয়ান ক্রিকেটারের দাবি, পার্থে নতুন স্টেডিয়ামে খেলা হয়। পুরনো ওয়াকা স্টেডিয়ামে আপাতত খেলা হয় না। সেই স্টেডিয়াম প্রচন্ড মিস করেন তিনি। অজি পেসার জানান, “ওয়াকা স্টেডিয়ামের পরিবেশ দারুণ। বিকেল হলেই হাওয়া দিত। তাতে সুবিধাও পেতো বোলাররা। এই মাঠে সেটা হয় না। এছাড়াও এখানে 5 ধরনের পিচ রয়েছে। কাজেই মাঠে না নেমে আগে থেকে পিচের ধরন বোঝা যাবে না।” স্টার্ক এও মনে করেন, এই পিচ অনেক ক্ষেত্রেই প্রতিপক্ষ প্লেয়ারদের সুবিধা দেয়। সবমিলিয়ে ম্যাচ শুরুর আগে ভেন্যু নিয়েই বোর্ডের উপর জমে থাকা রাগ ঝেড়ে ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কতক্ষণ? বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের
যদিও, স্টার্কের দাবি উড়িয়ে পিচ প্রস্তুতকারক ইসাক ম্যাকডোনাল্ড একেবারে সাফ জানিয়েছেন, “বেশ কিছু দিক মাথায় রেখেই প্রথম টেস্টের জন্য পার্থের এই মাঠকে বেছে নেওয়া হয়েছে। সবদিক দেখেই এই পিচ ঠিক করেছেন বোর্ডের কর্তারা।” তাঁর মতে, এই সিরিজে আরও বড় লড়াই হতে চলেছে। এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের ভেন্যু নিয়ে প্রবল আপত্তি থাকলেও সেই আপত্তিকে আমলে না নিয়েই পার্থেই শুরু হয়েছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। তাতে কিছুটা হলেও স্টার্ক যে মনঃক্ষুণ্ণ হয়েছেন সে কথা বলাই যায়..