সহেলি মিত্র, কলকাতাঃ রাজ্যের বেকার যুবকদের জন্য রইল দারুণ সুখবর। এমনিতে বেকারত্ব যেকোনও দেশের জন্য একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। এটি তখন ঘটে যখন যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা কাজ খুঁজে পান না। ভারতের মতো দ্রুত উন্নয়নশীল দেশের জন্য বেকারত্ব একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ, যা লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যতের উপর প্রভাব ফেলছে। তবে, সরকার বেকারত্ব কমাতে এবং নির্মূল করার জন্য অসংখ্য পরিকল্পনা বাস্তবায়ন করছে। যার মধ্যে রয়েছে বেকার ভাতা। দেশের এক রাজ্য বেকার যুবক যুবতীদের প্রতি মাসে হাত খরচা বাবদ ১০০০ থেকে ১৫০০ টাকা করে দিচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কোন সরকার? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
১৫০০ টাকার বেকার ভাতা দিচ্ছে রাজ্য সরকার
আজ কথা হচ্ছে হিমাচল প্রদেশের সরকার নিয়ে। এই রাজ্য সরকার বেকারত্বের সমস্যায় ভুগছে, এমন শিক্ষিত যুবকদের সাহায্য করার জন্য একটি শক্তিশালী প্রকল্প চালু করেছে। বেকার ভাতা প্রকল্পের (Unemployment Allowance Scheme) আওতায়, যোগ্য বেকার ব্যক্তিদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। বেকার ভাতা প্রকল্পের আওতায়, শিক্ষিত বেকার যুবকরা সর্বোচ্চ দুই বছরের জন্য মাসিক আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় দুই বছর ধরে ২৪,০০০ টাকা থেকে ৩৬,০০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয়। কমপক্ষে ৫০% প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে ১,৫০০ পান। অন্যান্য বিভাগগুলি মাসিক ১,০০০ টাকা ভাতা পান। এই পরিমাণ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।
আরও পড়ুনঃ বাংলার লোকাল ট্রেনেও বসছে কবচ! কোন কোন লাইনে? তালিকা দিল রেল
বেকার ভাতা পাওয়ার জন্য ১০টি শর্ত?
১) আবেদনকারীকে অবশ্যই হিমাচল প্রদেশের বাসিন্দা হতে হবে, অর্থাৎ তাদের অবশ্যই প্রকৃত প্রমাণপত্র থাকতে হবে।
২) সরকারি, পাবলিক সেক্টর, বেসরকারি খাতে বা অন্য কোনও চাকরি/স্ব-কর্মসংস্থান থাকলে হবে না।
৩)যেকোনো স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ১০+২ পাশ হতে হবে।
৪)আবেদনের তারিখের কমপক্ষে ১ বছর আগে হিমাচল প্রদেশের যেকোনো কর্মসংস্থান এক্সচেঞ্জে নিবন্ধিত হতে হবে।
৫) আবেদনের ঠিক আগের আর্থিক বছরে পরিবারের সকল উৎস থেকে মোট আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
৬) আবেদনের তারিখে বয়স ২০ বছরের বেশি এবং ৩৫ বছরের কম হতে হবে।
৭) আবেদনকারী যদি আগের সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে হবে না।
৮) ৪৮ ঘন্টা বা তার বেশি কারাদণ্ডের শাস্তিযোগ্য কোনও অপরাধ করে থাকলে আবেদন করা যাবে না।
৯) বর্তমানে কোনও নিয়মিত কোর্স বা ডিগ্রি কোর্স করছেন এমন কেউ আবেদন করতে পারবে না।
১০) এই প্রকল্প ছাড়া আপনার অন্য কোনও দক্ষতা উন্নয়ন ভাতা নেওয়া উচিত নয়।
আরও পড়ুনঃ নিপা ভাইরাসকে রুখতে মানতেই হবে এই নিয়ম, কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের
কীভাবে আবেদন করবেন?
- হিমাচল প্রদেশ শ্রম ও কর্মসংস্থান বিভাগের ওয়েবসাইট ভিজিট করুন।
- ‘বেকারত্ব ভাতার জন্য যোগ্যতা পরীক্ষা করুন’ এ ক্লিক করুন এবং কর্মসংস্থান নিবন্ধন নম্বরটি প্রবেশ করান।
- যোগ্য বলে মনে হলে, ‘অনলাইনে আবেদন করুন’ থেকে ফর্মটি পূরণ করুন এবং ব্যাঙ্কের বিবরণও যোগ করুন।
- ফর্মটি প্রিন্ট করে স্বাক্ষর করুন, নথিপত্রের সত্যায়িত কপি (আধার, জন্ম সনদ, আয়ের প্রমাণপত্র, নিবন্ধনের প্রমাণপত্র) সংযুক্ত করুন এবং নিকটতম কর্মসংস্থান অফিসে জমা দিন।
- যাচাইয়ের পর পেমেন্ট শুরু হবে।