‘বেঙ্গল ফাইলস’ নিয়ে হাইকোর্টে স্বস্তি পেলেন বিবেক অগ্নিহোত্রী

the bengal files

সহেলি মিত্র, কলকাতাঃ ‘কাশ্মীর ফাইলস’, কেরালা স্টোরি’-র পর ‘বেঙ্গল ফাইলস’ (The Bengal Files), নতুন করে বিতর্কে জড়িয়েছেন বিবেক অগ্নিহোত্রী। চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর বহুল প্রতীক্ষিত ছবি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বর্তমান সময়ে অনেক গুঞ্জন চলছে। ছবিটি ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে, বর্তমানে বিবেক আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার নিয়ে খুব ব্যস্ত। এদিকে, এই ছবিটি অনেক আইনি জটিলতায় আটকে ছিল। তৃণমূলের অনেক সদস্য সিনেমাটির নির্মাতাদের পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের করেছিলেন। তবে ধোপে টিকল না কিছুই। হাইকোর্টে স্বস্তি পেলেন পরিচালক।

হাইকোর্টে স্বস্তি পেল ‘বেঙ্গল ফাইলস’

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশিত হয়েছে, যা মানুষের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। এদিকে টিজার মুক্তির পর, গর্জে উঠেছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকেই নির্মাতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। টিজারটিতে দেবী দুর্গার জ্বলন্ত মূর্তি দেখানো হয়েছে, যার জন্য টিএমসির তরফে অভিযোগ করা হচ্ছে যে “দ্য বেঙ্গল ফাইলস” সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে।

আরও পড়ুনঃ গম্ভীরের এই ৩ সিদ্ধান্তেই বাজিমাত টিম ইন্ডিয়ার

ছবিটিকে বিতর্কিত বিষয়বস্তুর অভিযোগ এনে ছবির নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন শাসক দলের অনেকে। যদিও এখন হাইকোর্ট এই বিষয়ে আবেদনের শুনানি করেছে এবং এফআইআরের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। আদালতের সিদ্ধান্তের পর, বিবেক অগ্নিহোত্রী এবং তার ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ স্বস্তি পেয়েছে।

নিষেধাজ্ঞা জারি আদালতের

আপনাদের জানিয়ে রাখি যে এই বিষয়ে লেক টাউন থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এখন আদালত এতে স্থগিতাদেশ দিয়েছে। মামলার শুনানিকালে বিচারপতি জয় সেনগুপ্ত এই সংক্রান্ত সমস্ত কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে যে, ২৬শে আগস্ট পর্যন্ত বিবেক অগ্নিহোত্রী এবং অন্যদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এখন এই মামলার পরবর্তী শুনানির তারিখ ১৯শে আগস্ট নির্ধারণ করা হয়েছে।

Leave a Comment