বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুরেশ রায়নার পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানও (Shikhar Dhawan)। জানা যাচ্ছে, বেআইনি বেটিং অ্যাপ প্রচারের কারণে বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার বহু যুদ্ধজয়ের কারিগর শিখর ধাওয়ানকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধাওয়ানের বিরুদ্ধে বেটিং প্লাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।
কোন বেটিং অ্যাপের সাথে যুক্ত ছিলেন ধাওয়ান?
প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বেআইনি বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ পেতেই তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপরেই জানা যায়, 1xBet নামক একটি বেআইনি বেটিং আপের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন ধাওয়ান। এবার সেই সংস্থার মামলাতেই আজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি।
অবশ্যই পড়ুন: এশিয়া কাপের আগেই বড় পরীক্ষার মুখে সূর্য কুমারের দল! ব্যর্থ হলেই বাদ?
রিপোর্ট অনুযায়ী, ওই অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ রয়েছে শিখর ধাওয়ানের বিরুদ্ধে। তাই ভারতীয় তারকাকে জেরা করে গোটা বিষয়টি জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, টিম ইন্ডিয়ার প্রাক্তন সৈনিকের সাথে ওই বেআইনি বেটিং অ্যাপ সংস্থার ঠিক কী ধরনের চুক্তি রয়েছে সেটাও জানতে চায় ED। এজন্য জিজ্ঞাসাবাদের সময় পাঞ্জাবি তারকার বয়ান রেকর্ড করা হতে পারে।
VIDEO | Delhi: Former cricketer Shikhar Dhawan arrives at Enforcement Directorate (ED) office.
The ED had summoned Dhawan for questioning in an alleged illegal betting app-linked money laundering case, official sources said. The federal probe agency will record his statement… pic.twitter.com/Oemq6zh4CN
— Press Trust of India (@PTI_News) September 4, 2025
ইডির দপ্তরে পৌঁছলেন ধাওয়ান
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমন পেতেই বৃহস্পতিবার দুপুরের আগে ইডির দপ্তরে পৌঁছলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ধাওয়ান। সম্প্রতি পিটিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে গাড়ি থেকে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের উদ্দেশ্যে হেঁটে যেতে দেখা যায় ভারতীয় তারকাকে। এদিন সাংবাদিকদের ক্যামেরার দিকে তাকিয়ে খানিকটা মুচকি হাসেন শিখর।
উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে একটি বেটিং অ্যাপের সাথে যুক্ত থাকার অপরাধে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। সেই সাথে সুরেশকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর বয়ান রেকর্ড করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার সেই সূত্র ধরেই ধাওয়ানের সাথেও একই ঘটনা ঘটতে চলেছে। একটি বিশ্বস্ত সূত্রের দাবি, একই কারণে শিখর ধাওয়ানের ভাইকেও তলব করেছেন ইডি আধিকারিকরা।