বেড়েই চলেছে শিশু মৃত্যুর সংখ্যা! এবার পশ্চিমবঙ্গে নিষিদ্ধ এই কাশির সিরাপ

Coldrif Syrup

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজস্থান এবং মধ্যপ্রদেশে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় রীতিমত আতঙ্কিত গোটা দেশ। কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছে শিশুদের। আসলে কাশির ‘বিষাক্ত’ সিরাপ খাওয়ার ফলেই ওই শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, তামিলনাড়ুতে ‘বিষাক্ত’ ওই কাফ সিরাপ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার সেই একই পদক্ষেপ গ্রহণ করল বাংলা। বাতিল করে দেওয়া হল ‘কোল্ডরিফ’ (Coldrif Syrup) কাফ সিরাপ।

কাফ সিরাপ বিক্রিতে বাধা দিল প্রশাসন

সম্প্রতি গুণগত মান একদমই যথাযথ না হওয়ায় ‘কোল্ডরিফ’ নামের একটি কাশির সিরাপ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মধ্যপ্রদেশ সরকার। এরপর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাশির ওই সিরাপ পরীক্ষা করায়, জানা গিয়েছে ওর মধ্যে প্রপিলিন গ্লাইকল, গ্লিসারিন ও সরবিটলের মতো ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে। ওই সিরাপের যে ব্যাচের বোতলগুলি থেকে নমুনা সংগ্রহ করা হয়, সেই একই ব্যাচের ওষুধ খেয়ে ওই রাজ্যের প্রায় ন’জনের মৃত্যু হয়েছিল। এরপরই তামিলনাড়ু এবং রাজস্থানে ওই ‘বিষাক্ত’ কাফ সিরাপ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিশু মৃত্যুর এই ভয়ংকর কাণ্ডে শেষে এবার একই পদক্ষেপ গ্রহণ করল মমতা সরকার।

নির্দেশিকা জারি করল BCDA

বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন বা BCDA সম্প্রতি কাফসিরাপ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ‘কোল্ডরিফ’ নামক কাফসিরাপ সমস্ত খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাকে অবিলম্বে বিক্রি বন্ধ করতে হবে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত ওই কাফসিরাপের ব্যাচ রাজ্যে এখনও প্রবেশ করেনি। কিন্তু তবুও নিরাপত্তার স্বার্থে সমস্ত বিক্রেতাকে এই ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, সেই নির্দেশিকায় আগামী ১১ অক্টোবর ওষুধ বিক্রেতাদের সঙ্গে একটি বৈঠকও ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বর্ধমানে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি যুবকের! যুবতী সাহস দেখিয়ে ভিডিও করতেই …

ক্ষতিকর কাফ সিরাপ তৈরির অভিযোগে গত বুধবার মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে কাশির সিরাপ কোল্ডরিফ প্রস্তুতকারক শ্রীসন ফার্মাসিউটিক্যালসের মালিক জি রঙ্গনাথনকে খোঁজার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। শেষপর্যন্ত মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু পুলিশের যৌথ প্রচেষ্টায় বৃহস্পতিবার চেন্নাই থেকে গ্রেপ্তার করেছে তাঁকে। সিরাপ বিতর্কের পরেই রঙ্গনাথনের চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়ের ধারে গড়ে তোলা ২০০০ বর্গ মিটারের কারখানা সিল করে দেওয়া হয়েছে। কোদাম্বাক্কমে অবস্থিত নথিভুক্ত অফিসেও তালা মেরে দিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

Leave a Comment