বেতন ১ লাখের বেশি! রাশিয়ায় সাফাইকর্মীর কাজ করছেন ভারতীয় ইঞ্জিনিয়ার

indian software engineer sweeper in russia

সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় যুবকরা বিদেশে কাজ করার ব্যাপারে আগ্রহী। বিশেষ করে ভারতীয় ইঞ্জিনিয়াররা বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড সহ বিশ্বের বহু দেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে, এখন যেহেতু রাশিয়া ভারতীয় কর্মীদের জন্য তার দরজা খুলে দিয়েছে, শিক্ষিত ভারতীয়রাও সেখানে স্যানিটেশন কর্মীর পেশা বেছে নিচ্ছেন। রাশিয়ায় স্যানিটেশন কর্মীদের দেওয়া ভালো বেতন এর একটি মূল কারণ। ঠিক যেমন ২৬ বছর বয়সী মুকেশ মণ্ডল, পেশায় যিনি একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও রাশিয়ায় স্যানিটেশন কর্মী (Indian Software Engineer Sweeper In Russia) হিসেবে কাজ করছেন। তিনি শুধুমাত্র রাস্তায় ঝাঁট দেওয়ার কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। অঙ্ক শুনলে আপনিও হয়তো আকাশ থেকে পড়বেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

ভারতীয় ইঞ্জিনিয়ার রাশিয়ার রাস্তায় ঝাড়ুদারের কাজ করছেন

মুকেশ ভারত থেকে রাশিয়ায় চলে এসে জীবন কেমন কাটছে, সেটারই একটি গল্প তিনি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। ২০২৫ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ১৭ জন ভারতীয় কর্মী এসেছেন, সেখানে স্যানিটেশন কর্মী হিসেবে কাজ করছেন সকলে। এর মধ্যে প্রাক্তন সফটওয়্যার ডেভেলপার মুকেশ মণ্ডলও রয়েছেন। মুকেশ প্রতি মাসে রাস্তা পরিষ্কার করে ১.১ লক্ষ টাকা আয় করেন, যা ভারতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে তার আয়ের চেয়ে বেশি।

আরও পড়ুনঃ কবে হবে SSC নবম-দশমে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন? প্রকাশ্যে নতুন দিনক্ষণ

মুকেশ মণ্ডল জানান, তিনি ভারতে একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেন। তিনি প্রায় চার মাস আগে রাশিয়ায় এসেছিলেন এবং কোলোমিয়াজকোয়ে নামে একটি রাস্তা রক্ষণাবেক্ষণ কোম্পানিতে কাজ করছেন। কোলোমিয়াজকোয়ে এই শ্রমিকদের কাগজপত্র থেকে শুরু করে তাদের দৈনন্দিন চাহিদা সবকিছুই বহন করছে। মুকেশ মণ্ডল আরও বলেন, তিনি এবং তার সহকর্মীরা প্রতি মাসে ১০০,০০০ রুবেল আয় করেন, যা ভারতীয় রুপিতে ১.১ লক্ষ টাকার সমান। কোম্পানি তাদের বেশিরভাগ খরচ বহন করে, যার ফলে তাদের খরচ করার মতো খুব কম থাকে। তিনি বলেন, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তার আরও ১৭ জন কর্মী আছেন, যাদের বয়স ১৯ থেকে ৪৩ বছর।

মুকেশ মণ্ডলের গল্পে হতবাক সকলে

তিনি বলেন, “আমি বেশ কয়েকটি মাইক্রোসফট কোম্পানিতে কাজ করেছি। আমি মূলত একজন ডেভেলপার। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা সত্ত্বেও, রাশিয়ায় আসার কারণ হল আমি কাজকে প্রথমে রাখি। আমি শুধু জানি আমি এখানে বেশি আয় করছি।” তিনি আরও বলেন, “আমি কয়েক বছরের জন্য বিদেশে কাজ করার পরিকল্পনা করছি। আমি চিরতরে রাশিয়ায় স্থায়ী সেটেল চাই না। আমার পরিকল্পনা হল রাশিয়ায় অর্থ উপার্জন করা এবং তারপর আমার দেশে ফিরে আসা। একজন ভারতীয় হিসেবে, আমার কাছে কাজই গুরুত্বপূর্ণ, কাজ কী তা নয়। রাস্তার ঝাড়ুদার হিসেবে আমি আমার কাজকে সম্মান করি।”

Leave a Comment