বেতন ৪২,০০০ টাকা! পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে পরীক্ষা ছাড়াই নিয়োগ, চাকরির খবর

WBHRB Assistant Professor Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য নিয়োগ বোর্ডের তরফ থেকে এবার বিশাল নিয়োগের (WBHRB Assistant Professor Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হল। হ্যাঁ, 2025 সালের জন্য মোট 621টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে, যেখানে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পার বে।

তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, সবটা জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে এবং মোট 621টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি DM/MCh/DNB বিষয়ে ডিগ্রি অর্জন করে থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে সর্বোচ্চ 45 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এখানে চাকরি পেলে প্রতি মাসে 15,600 টাকা থেকে 42,000 টাকা বেতন দেওয়া হবে। সঙ্গে 7000 টাকা গ্রেড পে থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনোরকম লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। প্রার্থীদের একাডেমিক যোগ্যতার মূল্যায়ন, সাক্ষাৎকার এবং ডকুমেন্ট ভেরিফিকেশন-এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করতে হবে।

এখানে এসসি/এসটি প্রার্থীদের কোনোরকম ফি লাগবে না। তবে অন্যান্য প্রার্থীদের আবেদন করতে গেলে 210 টাকা করে আবেদন ফি দিতে হবে।

আরও পড়ুনঃ আত্মরক্ষার্থে এবার হাতে অস্ত্র পাবেন অসমের সংবেদনশীল এলাকার মানুষ! চালু হল নয়া পোর্টাল

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন শুরু হয়েছে 13 আগস্ট থেকে এবং আবেদন চলবে আগামী 3 সেপ্টেম্বর পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment