বেথুয়াডহরি টোল প্লাজায় তুলতেন তোলা! প্রমাণ হতেই সাসপেন্ড নাকাশিপাড়ার সাব ইন্সপেক্টর

Nadia

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার তোলা আদায় করতে গিয়ে ধরা পড়লেন নদিয়ার (Nadia) সাব ইন্সপেক্টর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। আর সেই ভাইরাল ভিডিও নজরে আসতেই এবার সরাসরি সাসপেন্ড করলেন পুলিশ সুপার। বড় বিপদের মুখে নদিয়ার নাকাশিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক। চাঞ্চল্যকর পরিস্থিতি নাকাশিপাড়ার বেথুয়াডহরি টোল প্লাজা চত্বরে।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার, ৩০ আগস্ট, নদীয়ার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে বেথুয়াডহরি টোল প্লাজায় টহলদারির দায়িত্বে ছিলেন নাকাশিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক৷ সেই সময় ওই রাস্তায় বিভিন্ন মালবাহী গাড়ি যাতায়াত করছিল। আর তখনই ধরা পড়ল এক বিস্ফোরক চিত্র। আইন রক্ষক হয়েও আইন বিরুদ্ধ কাজ করছিলেন সাব ইন্সপেক্টর। বিভিন্ন মালবাহী গাড়ি দাঁড় করিয়ে রীতিমত তোলা আদায় করছিলেন তিনি৷ তবে তিনি শুধু একা নন এই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং অফিসার৷ অপকর্মের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষুব্ধ নেটিজেনরা।

সাসপেন্ড করা হল সাব ইন্সপেক্টরকে

জাতীয় সড়কের ওপর এইভাবে পুলিশের তোলা আদায়ের ঘটনাটি বর্তমানে খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রেও তাই, ১২ নম্বর জাতীয় সড়কের গাড়ি চালকদের অভিযোগ, জাতীয় সড়কের উপর যাতায়াতকারী গাড়ি চালকদের একাধিক অভিযোগ, নিয়মিত এখানে পুলিশকে টাকা দিতে হয়৷ সমস্ত সঠিক তথ্য পুলিশকে দেখানোর পরেও তবুও টাকা দিতে বাধ্য করা হয়। আর এবার সেই ভাইরাল ভিডিও নজরে এল পুলিশ সুপারের। সঙ্গে সঙ্গে অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার। শেষে অভিযোগের সত্যতা মিলতেই ওই সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়৷ এবং বিভাগীয় তদন্তও শুরু করা হয়৷

আরও পড়ুন: শক্তিপুরের TMC পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! তুলকালাম মুর্শিদাবাদ

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় গাড়ি দাঁড় করিয়ে তোলা আদায় করছেন রাজ্য পুলিশ। সঠিক তথ্য দেখানো সত্বেও অনেক সময় হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে চালকদের কাছ থেকে মোটা টাকা আদায় করতে দেখা যায় পুলিশদের। তবে অনেক ক্ষেত্রে এও দেখা গিয়েছে যে সেই ভিডিও পুলিশের নজরে পড়লেই সত্যতা যাচাই করে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে। কিন্তু এত কিছু করা হলেও এই অপরাধ প্রবণতা দমেনি আইন রক্ষকদের।

Leave a Comment