বেশি বয়সেও দিতে পারবেন মাধ্যমিক পরীক্ষা, মিলছে সুযোগ

Rabindra Open Schooling

প্রীতি পোদ্দার, কলকাতা: সংসারে দায়িত্ব পালন করতে গিয়ে কিম্বা সংসারের আর্থিক চাপ সামলাতে সামলাতে অনেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। আবার অনেকেই করোনা অতিমারি সময়ে নিয়মিত স্কুলে না যাওয়ায় স্কুলছুট হয়ে গিয়েছে। এদের মধ্যে অনেকের যেমন বয়স বেশি ঠিক তেমনই আবার কম, কিন্তু তাতে কি? শিক্ষার কি কোনো বয়স আছে? যেকোনো বয়সেই স্বপ্ন সফল করা যায়। আর সেই স্বপ্ন সফল করতে এবার এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় (Rabindra Open Schooling)।

সপ্তাহে দুইদিন ধরে হবে পড়াশোনা!

সাধারণ মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ইচ্ছুক প্রার্থীদের জন্য মাধ্যমিকের ব্যবস্থা করে থাকে। এবং এই স্কুল থেকেই ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার জন্য সকল বিষয় পড়ানো হয় একেবারে স্কুলের ধাঁচে। তবে তার জন্য নিয়মমাফিক স্কুলের জামা পরে পর পর আটটি ক্লাস করতে হবে না পড়ুয়াদের। কারণ এখানে বেশির ভাগ ক্লাসই হবে সন্ধ্যা বেলায় এবং সপ্তাহে দুইদিন অর্থাৎ শনি ও রবিবার করেই হয় এই ক্লাস। আসলে অনেকে পড়াশোনার পাশাপাশি কাজ করেন তাই তাঁদের জন্য এই সময় রাখা হয়েছে।

কতদিন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে?

সম্প্রতি পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যারা বহুদিন যাবৎ পড়াশুনা থেকে দূরে রয়েছেন, কিন্তু বর্তমানে তারা নতুন করে মাধ্যমিক পাশ করতে চাইছেন তাদের সুবিধার্থে নিয়ে আসা হয়েছে এক সুবর্ন সুযোগ। কারণ ডিসেম্বর ২০২৫ সেশনের জন্য ভর্তি নেওয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে আগ্রহীরা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তির বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। সেক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে বলে মনে হচ্ছে না আবেদনকারীদের।

আরও পড়ুন: “ভালো হয়নি পরীক্ষা!” SSC-র পরীক্ষায় কত পেলেন যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস?

ভর্তি হবার শর্ত কী?

পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ওয়েবসাইট থেকে প্রথমে মাধ্যমিক বিভাগ বাছাই করে নিজের জায়গার নাম দিতে হবে। আর তখনই স্ক্রিনে আপনার এলাকায় কতগুলি সেন্টার রয়েছে তার তালিকা চলে আসবে। এর পর সেন্টারে সরাসরি প্রয়োজন নথি নিয়ে গেলেই ভর্তি হওয়া যাবে। একেবারে মাধ্যমিক স্তরে স্কুলে যে সকল বিষয় পড়ানো হয়, সেই সব বিষয়ই পড়ানো হয়ে থাকে মুক্ত বিদ্যালয়ের সিলেবাসে। মনে রাখতে হবে এই সেন্টারে ভর্তি হতে গেলে আবেদনকারীকে শুধু অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment