বেসরকারি কর্মীদের ডিউটি টাইম ১ ঘণ্টা বৃদ্ধি! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

private employee

সৌভিক মুখার্জী, কলকাতা: শ্রম আইনে বিরাট পরিবর্তনের পথে হাঁটল মহারাষ্ট্র সরকার। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে এমন এক সংশোধনীকে, যার ফলে বেসরকারি খাতে কর্মচারীদের দৈনিক কাজের সময় ৯ ঘন্টা থেকে বাড়িয়ে ১০ ঘন্টা করা হয়েছে। সরকার দাবি করছে, এই পদক্ষেপ নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করবে।

কী সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভায়?

এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল মন্ত্রিসভার বৈঠক। আর সেখানেই নেওয়া হয় এই বড়সড় সিদ্ধান্ত। এর ফলে মহারাষ্ট্র এখন কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ ও ত্রিপুরার মতো কাজের সময় বাড়ানোর তালিকায় নাম লিখিয়ে ফেলল। এই সংশোধনে Factories Act, 1948 অনুযায়ী শিল্পক্ষেত্রে কাজ চলবে আরও নিরবিচ্ছিন্নভাবে। পাশাপাশি শ্রমিকদের সংকটও আর দেখা যাবে না।

কী কী বদল আনা হচ্ছে?

এখন থেকে শিল্পক্ষেত্রে দৈনিক কাজের সময় ৯ ঘন্টা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত করা হচ্ছে। পাশাপাশি এখন ৬ ঘন্টা পর বিশ্রাম পাওয়া যাবে, আগে ছিল ৫ ঘন্টা পর। পাশাপাশি ওভারটাইমের সীমা বেড়ে এখন প্রতি ত্রৈমাসিকে ১১৫ ঘন্টা থেকে ১৪৪ ঘন্টা হয়েছে। এর জন্য কর্মীদের লিখিত সম্মতিও বাধ্যতামূলক। পাশাপাশি সাপ্তাহিক সর্বোচ্চ কাজের সময় রাখা হয়েছে ১২ ঘন্টা, যেখানে আগে ছিল ১০.৫ ঘন্টা।

একইভাবে, Shops and Establishments Act-এর  আওতায় এখন দৈনিক কাজের সময়সীমা ৯ ঘন্টা থেকে ১০ ঘন্টা করা হচ্ছে এবং ওভারটাইম সীমা বেড়ে ১২৫ ঘন্টা থেকে ১৪৪ ঘন্টা করা হয়েছে। ওদিকে জরুরী ডিউটিতে কাজের সময় হতে পারে সর্বোচ্চ ১২ ঘন্টা।

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে গুলির লড়াইয়ে শহীদ ২ জওয়ান, গুরুতর আহত ১

এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, যে সমস্ত দোকান বা প্রতিষ্ঠানে ২০ জনের কম কর্মী থাকবে, তাদের আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কোনও দরকার পড়বে না। শুধু কর্তৃপক্ষকে একবার জানিয়ে দিলেই চলবে। সরকারের মতে এই পদক্ষেপ নতুন বিনিয়োগ আনবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে এবং শ্রমিকদের ওভারটাইমের দ্বিগুণ মজুরির সুযোগ করে দেবে। পাশাপাশি মহিলাদের সুরক্ষাও নিশ্চিত করা যাবে।

Leave a Comment