সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee on Gyanesh Kumar)। তবে সেই বৈঠক শেষে গুরুতর অভিযোগ করলেন তিনি। তাঁর দাবি, রাজ্যের এসআইআর এবং ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নাকি তাঁর সাথে খারাপ আচরণ করেছেন। বুধবার নির্বাচন কমিশনের দফতরে হয় এই বৈঠক। পরে সাংবাদিক বৈঠকে অভিষেক জানান, বৈঠকের সময় তাঁর দিকে আঙুল তুলে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। এমনকি বাকি কমিশনারদের সঙ্গে আলোচনা করতেও তাঁকে বাধা দেওয়া হয়েছে।
মিলল না কোনও সন্দেহজনক উত্তর
অভিযোগ বন্দ্যোপাধ্যায় এদিন জানান, বাংলার ভোটার তালিকায় ১ কোটির বেশি অসংগতি ধরা পড়েছে। আর সেই ভোটাররা কারা, কীভাবে তাদের নাম আসলো, সেই প্রশ্নের উত্তর জানতে চেয়ে তিনি দিল্লিতে গিয়েছিলেন। এছাড়া ভোটার তালিকায় কতজন বাংলাদেশী নাগরিকের নাম রয়েছে, সেই সংক্রান্ত তথ্য প্রকাশের দাবি তোলা হয়। কিন্তু বৈঠক শেষে অভিষেকের অভিযোগ, প্রায় ১০টি বিষয় নিয়ে আলোচনা করা হলেও মাত্র দুই থেকে তিনটি প্রশ্নের আংশিক উত্তর দেওয়া হয়েছে। বাকি বিষয়গুলি কমিশন এড়িয়ে গিয়েছে। কোনও রকম ব্যাখ্যা দেওয়া হয়নি।
আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে এরা পাবে না বিনামুল্যে সামগ্রী! তালিকায় আপনার রেশন কার্ড নেই তো?
সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, আমরা নির্বাচিত প্রতিনিধি। আমাদের সঙ্গে কথা বলতে হলে আঙুল নামিয়ে কথা বলতে হবে। আমরা মনোনীত নই। এমনকি তিনি আরও জানিয়েছেন, যদি তাঁর অভিযোগ মিথ্যা হয় তাহলে নির্বাচন কমিশন যেন বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। এতে সত্যি সামনে আসবে। পাশাপাশি তিনি এও দাবি করেন, ইভিএমএ নয়, আসল চুরি হচ্ছে ভোটার তালিকায়। তাঁর দাবি, মহারাষ্ট্র, হরিয়ানা থেকে শুরু করে বিহার কিংবা দিল্লি, একাধিক রাজ্যে বিরোধীরা এই বিষয়টি ধরতেই পারেনি। তার ফলে বিজেপি প্রায় ৮৮ শতাংশ স্ট্রাইক রেটে জয় পাচ্ছে। কোন সফটওয়্যার ব্যবহার করে এই ভোটার তালিকায় পরিবর্তন করা হচ্ছে তা তদন্ত করে রাখা উচিত।