সৌভিক মুখার্জী, কলকাতা: বৈদ্যুতিক যানবাহনগুলিতে আর দিতে হবে না টোল ট্যাক্স (Toll Tax Exemption on EV)। মহাসড়কগুলোতে দেওয়া হবে ছাড়। আগামী আট দিনের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর করছে মহারাষ্ট্র সরকার। মূলত পরিবেশবান্ধব যানবাহনের গতিশীলতা বৃদ্ধি করার জন্যই এই পদক্ষেপ। রাজ্য সরকারের নীতিমালা সত্বেও প্রতিনিয়ত টোল কাটার অভিযোগ ও বৈদ্যুতিক যানবাহনের মালিকদের ক্রমবর্ধমান অভিযোগের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হল।
বৈদ্যুতিক গাড়িতে লাগবে না কোনওরকম টোল ট্যাক্স
সম্প্রতি নাগপুর বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকার এই নির্দেশ জারি করেছেন। সেখানে বলা হয়েছে, কর্তৃপক্ষকে ইভি ব্যবহারকারীদের কাছ থেকে অন্যায়ভাবে আদায় করা টোল ফেরত দিতে হবে। এমনকি নীতি কার্যকর হওয়ার পর নারওয়েকার বর্তমানে চলমান টোল আদায়কে অবৈধ হিসেবেই চিহ্নিত করেছেন। আর তিনি জোর দিয়ে বলেছেন, এই ত্রুটিগুলি আগামী ৮ দিনের মধ্যেই সংশোধন করতে হবে।
এদিকে রাজ্য সরকার নির্দেশগুলিকে বাস্তবায়নেরও আশ্বাস দিয়েছেন। কর্মকর্তারা বলছেন, মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ে, সমৃদ্ধি মহামার্গ এবং অটল সেতুসহ গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কগুলিতে এই ছাড় প্রযোজ্য হবে। সরকার এর আগে মহারাষ্ট্রের বৈদ্যুতিক যানবাহন নীতি ২০২৫ চালু করেছিল। তার মধ্যে কর ছাড়, রেজিস্ট্রেশন ফি ছাড় এবং বৈদ্যুতিক যানবাহন ব্যবহারকে ত্বরান্বিত করার জন্য ভর্তুকি সহ একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ৮.৮০ কোটি টাকা দিলেই আমেরিকার নাগরিকত্ব, ‘গোল্ড কার্ড’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প
কেন এই পদক্ষেপ নেওয়া হল?
আসলে স্পিকারের এই নির্দেশের মূল লক্ষ্য হল টোল অপারেটররা যাতে তাদের সিস্টেমগুলোকে আপডেট করে এবং প্রতিটি নিবন্ধিত ইভিকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হয় তা নিশ্চিত করা। আর টোল মুকুবের পাশাপাশি স্পিকার নারওয়েকার বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশনগুলির সম্প্রসারণ করার জন্যও আহ্বান জানিয়েছেন। এমনকি ইলেকট্রিক গাড়ি ব্যবহারকারীর সংখ্যা তুলে ধরে তিনি মোটর চালকদের পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করার আদেশ দিয়েছেন। আর এই পদক্ষেপে হাজার হাজার ইভি মালিকদের আর্থিক স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মহারাষ্ট্রে পরিবেশবান্ধব যানবাহনের গতিশীলতা বৃদ্ধি পাবে।