“বৈভব যেভাবে খেলে….”, ১৪ বছরের সূর্যবংশীকে নিয়ে বড় কথা বলে দিলেন জয়সওয়াল

Yashasvi Jaiswal On Vaibhav Sooryavanshi he made a big statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় বলে, বয়স সংখ্যা মাত্র। সেটাই একেবারে শুরু থেকেই প্রমাণ করে দেখিয়েছেন বিহারের ভূমিপুত্র মাত্র 14 বছরের বৈভব সূর্যবংশী। 12 বছর বয়সকে পুঁজি করে ঘরোয়া ক্রিকেটে নাম লেখানোর পর গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরি হাঁকিয়ে জনপ্রিয়তাকে একেবারে সারা গায়ে মেখে নিয়েছিলেন বৈভব। তাঁর আগ্রাসী ব্যাটিং দেখতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সেই তালিকাতে রয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অপেরার যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal On Vaibhav Sooryavanshi)। খুদে বৈভবের খেলা দেখেন তিনিও। IPL এ রাজস্থান রয়্যালস দলে তিনিই খুদে বৈভবের সতীর্থ। এবার সেই সূর্যবংশীকে নিয়েই বড় কথা বলে দিলেন জয়সওয়াল।

বৈভবকে নিয়ে মুখ খুললেন জয়সওয়াল

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, প্রথমবারের মতো RR দলের হয়ে একসাথে মাঠে নেমেছিলেন যশস্বী এবং বৈভব। তবে সেই আসরে ওই খুদে যে কামাল দেখিয়েছিলেন তাতে একেবারে স্তম্ভিত হয়ে যান ভারতীয় দলের তারকা ক্রিকেটার জয়সওয়াল। এত ছোট বয়সে এমন বিচক্ষণ ব্যাটিং এবং আগ্রাসী মনোভাব আগে দেখেননি তিনি। সম্প্রতি এসব নিয়েই একটি চ্যানেলের প্রোগ্রাম চলাকালীন ভারতীয় তারকাকে বৈভব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন জয়সওয়াল। বলে দেন বড় কথাও।

অনুষ্ঠান চলাকালীন বৈভবকে নিয়ে মুখ খুলে যশস্বী বলেন, “বৈভব সূর্যবংশী যেভাবে খেলে তা দেখে বোঝা যায় ক্রিকেটে ও কতটা দক্ষ। ওর সাথে খেলাটা উপভোগ করি। ভালও লাগে।” এদিন বৈভবকে নিয়ে প্রশংসা করার পাশাপাশি 14 বছর বয়সী ক্রিকেটারকে আগামীর জন্য শুভকামনা জানিয়েছিলেন যশস্বী। এর আগেও ভারতের উদীয়মান তারকার পারফরমেন্স নিয়ে মুখ খুলে ছিলেন জয়াসওয়াল। সেখানেও খুদে ক্রিকেটারের দক্ষতা নিয়ে প্রশংসা করেছিলেন তিনি।

অবশ্যই পড়ুন: পাকিস্তান পড়ানো হবে মহাভারত থেকে গীতা! লাহোরের বিশ্ববিদ্যালয়ে ফিরল সংস্কৃত

উল্লেখ্য, আগামী 16 ডিসেম্বর, আবুধাবিতে গড়াবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। আপাতত যা খবর, এদিন ভারতীয় সময় দুপুর আড়াইটা থেকে শুরু হবে নিলামের প্রথম পর্ব। তবে সেই নিলামে নামতে হচ্ছে না বৈভব এবং যশস্বী কাউকেই। কেননা, গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশ করে ধরে রাখা প্লেয়ার হিসেবে এই দুই ভারতীয়র নাম ঘোষণা করে দিয়েছে রাজস্থান রয়্যালস। অর্থাৎ IPL 2026 এও একসাথে মাঠে নামতে দেখা যাবে জয়সওয়াল এবং সূর্যবংশীকে।

Leave a Comment