বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিজয় হাজারে ট্রফির প্রথম দিনই তান্ডব দেখালেন বৈভব সূর্যবংশীরা (Vaibhav Sooryavanshi)। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুর্ধর্ষ ক্রিকেট খেলে দর্শকদের চমকে দিলেন বিহার দলের ব্যাটসম্যানরা। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে দলের ছেলেদের রানের নৌকায় চেপে নির্ধারিত 50 ওভারে 575 রানের বিরাট লক্ষ্য বেঁধেছে অরুণাচল প্রদেশের প্রতিপক্ষ। আর সেই সূত্র ধরেই লিস্ট এ ক্রিকেটে একেবারে ইতিহাস গড়ে ফেলল ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় দল বিহার।
লিস্ট এ ক্রিকেটে ইতিহাস গড়ল বিহার
আজ প্রথমে ব্যাট করতে নেমে, প্রতিপক্ষের বোলারদের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন বৈভব সূর্যবংশীরা। এদিন 14 বছরের সূর্যবংশীর হাত ধরে 84 বলে 190 রানের বিরাট যোগদান পেয়েছে বিহার। এখানেই শেষ নয়, বৈভবের পাশাপাশি মাত্র 40 বলে 128 রান করে সকলকে একেবারে তাক লাগিয়ে দেন অধিনায়ক সাকিবুল গনি। এদিন মাত্র 32 বলে শতরান হাঁকিয়ে বৈভবের রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন গনি।
এই দুই ব্যাটসম্যানের পাশাপাশি আজ আয়ুষ লোহারুকা এবং পিউস সিংয়ের ব্যাট থেকেও বড় রান পেয়েছিল দল। আর সেই সূত্রেই প্রতিপক্ষ অরুণাচলকে 575 রানের বড় লক্ষ্য দিল বিহার। যার জেরে লিস্ট এ ক্রিকেটে একেবারে ইতিহাস গড়ে ফেলল এই দল। বলে রাখি, লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি স্কোর নির্ধারণ করেছে বিহার। এর আগে 2022 সালে অরুণাচল প্রদেশের বিপক্ষে দুই উইকেট হারিয়ে 506 রান করতে পেরেছিল তামিলনাড়ু। সেটাই এতদিন ছিল লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ রান (প্রথমে ব্যাট করে করা রান)। তবে এবার 574 রানে সেই রেকর্ড ভেঙে দিল বৈভবদের দল।
BIHAR POSTED THE HIGHEST LIST A TEAM SCORE IN HISTORY – 574/6(50) vs ARUNACHAL PRADESH
Vaibhav Suryavanshi – 190(84)
Sakibul Gani – 128*(40)
Ayush Loharuka – 116(56) pic.twitter.com/UHHGiwnSG4— Johns. (@CricCrazyJohns) December 24, 2025
অবশ্যই পড়ুন: দুপক্ষের সংঘর্ষে ফের অশান্ত অসম, মৃত দুই আহত বহু! দুই জেলায় বন্ধ ইন্টারনেট
প্রসঙ্গত, বুধবার বৈভব সূর্যবংশীদের দাপুটে ইনিংসের সামনে অরুণাচলের বোলারদের ক্ষমতা বোঝাই যায়নি। এদিন বিহারের প্রতিপক্ষের বোলিং বিভাগকে একপ্রকার অসহায় দেখাচ্ছিল। যদিও ব্যাটসম্যানদের দাপটের মাঝেই টিএনআর মোহিত এবং টেচি নেরি দুটি করে উইকেট পেয়েছেন। এছাড়াও লড়াই করে একটি উইকেট পেয়েছেন অরুণাচলের ধীরাজ লক্ষণ।
