বৈভব সূর্যবংশীর পর এবার কম বয়সী ক্রিকেটার হিসেবে WPL এ ইতিহাস লিখলেন দিয়া

Deeya Yadav WPL she bought by Delhi for women’s Premier League

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 এর নিলামটা মনে আছে? সেখানে মাত্র 13 বছর বয়সী বৈভব সূর্যবংশীকে 1 কোটি 10 লাখে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখেছিলেন বিহারের ভূমিপুত্র। এবার একইভাবে উইমেন্স প্রিমিয়ার লিগ বা WPL নিলামে বিক্রি হওয়ার সাথে সাথেই ইতিহাস লিখে ফেললেন 16 বছরের মহিলা ক্রিকেটার দিয়া যাদবও (Deeya Yadav WPL)। এবার WPL র সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি।

কে এই দিয়া যাদব?

হরিয়ানার মেয়ে দিয়া। মূলত ওপেনিং ব্যাটার হিসেবেই নিজের পরিচিতি গড়ে তুলেছেন ভারতের এই মহিলা ক্রিকেটার। না বললেই নয়, একেবারে ছেলেবেলা থেকেই একজন বড় মাপের ক্রিকেটার হওয়ার স্বপ্ন মনের মধ্যে একেবারে ফুটন্ত গরম জলের মতো ফুটতো দিয়ার। সেখান থেকেই ব্যাট হাতে মাঠে নেমে পড়া। মাত্র 14 বছরে শতরান হাঁকিয়ে শিরোনামে ওঠেন হরিয়ানার মেয়ে। মহিলাদের অনূর্ধ্ব 15 ওয়ানডে কাপ ট্রফিতে দিল্লির বিরুদ্ধে খেলে 124 রানের বড় ইনিংস করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন দিয়া যাদব। আজ সেই দিয়াই সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দীপ্তি শর্মাদের লিগে।

কোন দল, কত টাকায় কিনল দিয়াকে?

বৃহস্পতিবার দুপুরে, বসেছিল উইমেন্স প্রিমিয়ার লিগের আসর। সেখানেই অন্যান্য দলগুলির পাশাপাশি আসর জমিয়েছিল এই মুহূর্তে JSW স্পোর্টসের মালিকানাধীন দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ফ্রাঞ্চাইজিও। না বললেই নয়, বিগত দিনগুলিতে যেহেতু JSW স্পোর্টসের ডিরেক্টার অফ ক্রিকেটের দায়িত্বে রয়েছেন সৌরভ, তাই WPL নিলামে উপস্থিত ছিলেন তিনি। গতকাল তার দল দিল্লি ক্যাপিটালসই 10 লক্ষ টাকা দিয়ে দিয়াকে কিনে নেয়। ক্রিকেট মহলের দাবি, দিল্লির হয়ে এবার ভারতীয় লিগে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন দিয়া। সেটা হলে বৈভবের মতো তিনিও জনপ্রিয়তা গায়ে মেখে নেবেন।

অবশ্যই পড়ুন: মৃত ভোটারের এনামুরেশন ফর্ম পূরণ করে ভারতীয় হওয়ার চেষ্টা! ডানকুনিতে ধৃত বাংলাদেশি

প্রসঙ্গত, সাম্প্রতিক সিনিয়র মহিলা ইন্টার জোনাল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ জোনের হয়ে অংশ নিয়েছিলেন দিয়া। সেখানে পা রেখেই 5 ইনিংসে 151 রান করেছিলেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল কম-বেশি 150। যার কারণে সর্বোচ্চ স্ট্রাইক রেট প্লেয়ারদের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছিলেন দিয়া যাদব। সেই সাথে বাউন্ডারির নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। যদি দিয়ার টি-টোয়েন্টি কেরিয়ার সম্পর্কে কথা বলতে হয় সেক্ষেত্রে, আজ পর্যন্ত 19 ইনিংসে 590 রান করেছেন হরিয়ানার মেয়ে। যার মধ্যে 4টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এবার দিল্লির হাত ধরে নিজের 20 ওভারের কেরিয়ারকে আরও সুদূর প্রসারী করা চেষ্টায় থাকবেন বছর 16 র ক্রিকেটার।

Leave a Comment