বৈভব সূর্যবংশী সহ টিম ইন্ডিয়াকে লক্ষ্য করে একের পর এক কটুক্তি পাকিস্তানিদের

Vaibhav Sooryavanshi and all under 19 Indian cricketers Victim of abuse from Pakistani fans

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার দিনটা একেবারেই ভালো যায়নি ভারতের। বহু অপেক্ষার পর ছোটদের এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েও পরাজয় নিয়ে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এদিন পশ্চিমের দেশের প্লেয়ারদের আক্রমণের সামনে একেবারে অসহায় দেখাচ্ছিল বৈভব সূর্যবংশীদের (Vaibhav Sooryavanshi)। পাক খেলোয়াড়দের সামনে ব্যাটে বলে একেবারে চূড়ান্ত ব্যর্থতা নিয়ে শেষ পর্যন্ত এশিয়া কাপ হাতছাড়া করল আয়ুষ মাত্রের দল। আর এই পরাজয়ের পর ভারতীয় প্লেয়ারদের যে পাক সমর্থকদের কটুক্তির শিকার হতে হবে সে কথা আগে থেকেই জানতেন অনেকে। শেষ পর্যন্ত সেটাই হল। ফাইনালের দিন বৈভব সূর্যবংশী সহ ভারতীয় দলের বাকিদের স্টেডিয়াম থেকে বেরোতে দেখে একেবারে ঘিরে ধরেছিলেন পাক সমর্থকরা। সেই সাথেই চলল একাধিক ব্যঙ্গাত্মক কটুক্তি।

বৈভব সহ বাকিদের উত্যক্ত করলেন পাক সমর্থকরা

গতকাল টস জিতে প্রথমে ফিল্ডিং করেও পাকিস্তানের কাছে এক প্রকার গো-হারা হেরেছে ভারত। পরাজয়ের পর না চাইতেও সেই দায়ভার গিয়ে পড়েছে দলের নামি খেলোয়াড় বৈভব সূর্যবংশী থেকে শুরু করে অধিনায়ক আয়ুষ সহ বিহান মালহোত্রাদের উপর। অন্যদিকে, ভারতকে পরাস্ত করে এশিয়া কাপের ট্রফি নিজেদের কাছেই ধরে রেখেছে পাকিস্তান। তবে ছোটদের এশিয়া কাপে জিতেও নিজেদের পুরনো অভ্যাস বদলাতে পারেননি পাক সমর্থকরা। ভারতের বিরুদ্ধে জয় তুলতেই ভারতীয়দের কটুক্তি করতে ছাড়লেন না তাঁরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফাইনালের পর নিজেদের ব্যাগপত্র নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে টিম বাসের দিকে এগিয়ে যাচ্ছেন ভারতের অনূর্ধ্ব 19 দলের প্লেয়াররা। প্রথমেই ভিডিওটিতে দেখা মেলে বৈভব সূর্যবংশীর। তাঁকে দেখতে পেয়েই মোয়ে মোয়ে বলে চিৎকার করতে থাকেন পাক সমর্থকরা। যদিও সেইসব কটুক্তির জবাব দেননি বৈভব। ভিডিওটি এগোলে দেখা যায় ভারতীয় দলের বাকিরা একে একে স্টেডিয়াম ছেড়ে বেরোলে তাদেরও ব্যঙ্গ করতে থাকেন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। যা নিয়ে ইতিমধ্যেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। নেট নাগরিকদের একটা বড় অংশ, গোটা বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেননি। তাঁদের দাবি, “কস্মিনকালে ভারতকে একটা ফাইনালে হারিয়েই এত দম্ভ দেখানো ভালো নয়!”

 

অবশ্যই পড়ুন: শেষ তারিখ ৩১ ডিসেম্বর, এই কাজগুলি না করলে বন্ধ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেনশন

উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের একেবারে জবাই করেছিলেন পাকিস্তানের তরুণ ব্যাটার সমীর মিনহাস। তাঁর 172 রানের নৌকায় চেপে ভারতকে 348 রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। তবে পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে ব্যর্থতার চরম সীমায় পৌঁছে যান ভারতীয় প্লেয়াররা। এদিন দীপেশ দেবেন্দ্রণ এর 16 বলে 36 রানের ইনিংস ছাড়া আর কেউই 30 এর গণ্ডি টপকাতে পারেননি। তাতেই 191 রানের বিরাট ব্যবধানে ভারতকে গুঁড়িয়ে দেয় পাক দল।

Leave a Comment